ব্রাজিলে অমিক্রন শনাক্ত

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২১, ১০:২৭

যাযাদি ডেস্ক

এবার লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হলো করোনার নতুন ধরন অমিক্রন। দেশটিতে দুজনের শরীরে ধরনটির উপস্থিতি মিলেছে। স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গত ২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে এক দম্পতি ব্রাজিলের সাও পাওলো শহরে যান। বিমানবন্দরে নামার সময় তাঁদের কাছে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ ছিল। ব্রাজিল থেকে ফেরার আগে দুজনের আবার করোনা পরীক্ষা করা হয়। এ সময় তাদের শরীরে অমিক্রন শনাক্ত হয়।

 

সাও পাওলোর স্বাস্থ্য সচিব জেন গোরিঞ্চটাইন মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানান, ব্রাজিলে অমিক্রনে আক্রান্ত দুজন মিশনারি। তাঁরা আগে করোনার টিকা নিয়েছিলেন কি না—তা নিশ্চিত হওয়া যায়নি।

 

সম্প্রতি আফ্রিকা অঞ্চলে শনাক্ত হয় অমিক্রন। এরপর তা বিশ্বের বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, ডেলটাসহ করোনার আগের সব ধরনের চেয়ে এটি অনেক বেশি সংক্রামক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আশঙ্কা, নতুন এ ধরন বিশ্বের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।

 

এদিকে সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যদেশগুলোর তিন দিনের বিশেষ অধিবেশন চলছে। সোমবার প্রথম দিনে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে কষ্টার্জিত অর্জনগুলো ধরে রাখতে আন্তর্জাতিক সমন্বয়ের ওপর জোর দিয়েছেন ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস।

 

দক্ষিণ আফ্রিকার দেশগুলোর ওপর অন্য দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে সোমবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও গভীর উদ্বেগ জানিয়েছেন।

 

যাযাদি/ এমডি