শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

​ উ. কোরিয়াকে নিষেধাজ্ঞা দিতে নিরাপত্তা পরিষদকে যুক্তরাষ্ট্রের চাপ

যাযাদি ডেস্ক
  ১৩ জানুয়ারি ২০২২, ১৪:৩২

জাতিসংঘের রেজ্যুলেশন অমান্য করে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা দিতে সংস্থাটির নিরাপত্তার পরিষদকে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেছেন, ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় উত্তর কোরিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে চাপ দেওয়া হয়েছে। খবর আল-জাজিরার।

থমাস গ্রিনফিল্ড এক টুইটে বলেন, ২০২১ সালের সেপ্টেম্বরের পর উত্তর কোরিয়ার ছয়টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর দেশটির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্র প্রস্তাব দিচ্ছে। উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রতিটি ঘটনাই জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রেজ্যুলেশনের লঙ্ঘন।

এর আগে ওয়াশিংটন ওই ক্ষেপণাস্ত্র কমসূচিতে রাশিয়া এবং চীন থেকে মালামাল ক্রয়ের অভিযোগ এনে ছয় উত্তর কোরিয়ান, এক রাশিয়ান এবং দেশটির এক প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে।

পৃথক এক টুইটে তিনি লিখেন, উত্তর কোরিয়ার ধারাবাহিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং সমৃদ্ধিকরণ কর্মসূচির ব্যাপারে আজ আমাদের গভীর উদ্বেগ জানানো হয়েছে। জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রকে সংস্থাটির নিরাপত্তা কাউন্সিলের রেজ্যুলেশন পুরোপুরি কার্যকর এবং মেনে চলতে আহ্বান জানাই।

উল্লেখ্য, বিগত বছরে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছাড়াও চলতি বছরেই দু’বার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। যার সর্বশেষটি মঙ্গলবার দেশটির শীর্ষ নেতা কিম জং উনের উপস্থিতিতেই চালানো হয়।

এর আগে নতুন বছর উপলক্ষে দেওয়া এক বক্তব্যে কিম জং উন বলেছিলেন, কোরিয়ান উপদ্বীপে ক্রমবর্ধমান সামরিক পরিবেশের কারণে পিয়ংইয়ং তাদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতা ধরে রাখবে।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে