সৌদি আরবের এক নারী একসঙ্গে ১০ সন্তান জন্ম দিয়েছেন। ৩৪ বছর বয়সী ওই নারী গত ১২ জানুয়ারি রিয়াদের কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে দশ সন্তানের জন্ম দেন। খবর সৌদি গেজেটের।
জানা গেছে, ৩৪ বছর বয়সী ওই নারী একসঙ্গে ৫ জোড়া সন্তানের জন্ম দেন। সব সন্তান সুস্থ আছে। শিশুদের ওজন ৯৫০ গ্রাম থেকে ১ হাজার ১০০ গ্রামের মধ্যে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এক টুইট এ খবর শেয়ার করেছে। তবে টুইটার অ্যাকাউন্টে বা সৌদির কোনো গণমাধ্যমে নবজাতকদের কোনো ছবি প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় ওই নারী সন্তানদের জন্ম দেন। এ খবরে সবাই চিকিৎসকদের প্রশংসা করেছেন, আর নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছে।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd