বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হন্ডুরাসের সংসদে আইনপ্রণেতাদের হাতাহাতি

যাযাদি ডেস্ক
  ২৩ জানুয়ারি ২০২২, ১২:৫৩

সংসদে আইনপ্রণেতাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ দেখা দেয় কিন্তু বিরোধ শেষ পর্যন্ত হাতাহাতিতে গড়ানোর কথা খুব একটা শোনা না গেলেও হন্ডুরাসে এমন একটি ঘটনা ঘটেছে

শুক্রবার (২১ জানুয়ারি) দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জিওমারা ক্যাস্ট্রোর দলের সদস্যদের মধ্যে বিরোধ সহিংস রূপ ধারণ করায় হন্ডুরাসের কংগ্রেসে সংসদ সদস্যরা হাতাহাতি শুরু করেন

২০ জন বিদ্রোহী সদস্য তাদের সহযোগীদের মধ্যে একজন হোর্হে ক্যালিক্সকে অস্থায়ী কংগ্রেস সভাপতি হিসেবে প্রস্তাব করার পর তার বামপন্থী লিবার পার্টির বিধায়করা প্রতিবাদ শুরু করেন ক্যাস্ট্রোর অনুগতরা দাবি করেন, এটি লিবার জোটের অংশীদারের সঙ্গে সম্পাদিত চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন খবর ভয়েস অব আমেরিকার

ক্যালিক্সের শপথ নেয়ার সময় ক্ষুব্ধ লিবার বিধায়করা চিৎকার করে ‌‘বিশ্বাসঘাতকবলে জোর করে পোডিয়ামের দিকে অগ্রসর হন, এরপর কিল ঘুষি এবং ধাক্কাধাক্কি শুরু হলে তিনি পালিয়ে যান

গত নভেম্বরে নির্বাচিত হওয়ার পর এটি ছিল ১২৮ সদস্যের কংগ্রেসের প্রথম অধিবেশন বৃহস্পতিবার দিন শেষে সংকট শুরু হয়, যখন ক্যাস্ট্রো তার দলের ৫০ জন বিধায়ককে একটি বৈঠকে ডেকে নেন, এবং তাদের হন্ডুরাসের সালভাদর পার্টির (পিএসএইচ) লুইস রেডন্ডোকে কংগ্রেসের সভাপতি হিসেবে সমর্থন করতে বলেন ওই ২০ জন বিদ্রোহী সদস্য তাতে যোগ দেননি

শুক্রবার লিবার নেতা গিলবার্তো রিওস বার্তা সংস্থা এএফপিকে বলেন, ওই ২০ জনকে তারাই সমর্থন করছে, যারা ক্যাস্ট্রোর প্রতিশ্রুত দুর্নীতিবিরোধী অভিযান বন্ধ করতে চায় তাদের মধ্যে সংগঠিত অপরাধ এবং মাদক পাচার এর সঙ্গে জড়িত লোকজনও রয়েছেনক্যাস্ট্রো হন্ডুরাসের ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট, যিনি বিগত ১২ বছরের ন্যাশনাল পার্টির শাসনের অবসান ঘটিয়ে গত ২৮ নভেম্বর নির্বাচনে বিজয়ী হন

ক্যাস্ট্রো সাংবিধানিক চুক্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং সংগঠিত অপরাধ, দুর্নীতি এবং মাদক পাচারের প্রতিনিধিদের সঙ্গে জোট করার অভিযোগে ভিন্ন মতাবলম্বীদের অভিযুক্ত করেছেন

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে