বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

​​​​​​​২৫ মে লংমার্চের ডাক ইমরান খানের

যাযাদি ডেস্ক
  ২৩ মে ২০২২, ২০:১৯

ইসলামাবাদ অভিমুখে লংমার্চের ডাক দিয়েছেন পাকিস্তান তেহরিক--ইনসাফের (পিটিআই) সভাপতি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বহুল প্রতীক্ষিত এই লংমার্চ হবে ২৫ মে স্থানীয় সময় বেলা তিনটায় শ্রীনগর হাইওয়েতে এদিন দলের কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করবেন ইমরান

সোমবার পেশোয়ারে পিটিআইয়ের মূল কমিটির সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন ইমরান শাহ মাহমুদ কুরেশি, মাহমুদ খানসহ দলের অন্য নেতারা সময় সাবেক প্রধানমন্ত্রীর পাশে ছিলেন খবর জিয়ো নিউজের

পরে টুইট করে ইমরান খান তার অনুসারীদের জানান, লংমার্চে তিনিপুরো জাতিকে ইসলামাবাদে দেখতে চানতিনি নিজেই পেশোয়ার থেকে শুরু হওয়া লংমার্চের নেতৃত্ব দেবেন বলে জানান

সংবাদ সম্মেলনে ইমরান নতুন নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান একই সঙ্গে তিনি সংসদ বিলুপ্তিরও আহ্বান জানান দেশের সেনাবাহিনীকেও নিরপেক্ষ থাকার প্রতিজ্ঞায় অটল থাকার বার্তা দেন ইমরান

ইমরান খান বলেন, সব শ্রেণিপেশার মানুষ লংমার্চে যোগ দেবেন বিশেষ করে নারীরা ইমরান জানান, লংমার্চের দিন যতক্ষণ প্রয়োজন হবে, তিনি ইসলামাবাদে থাকবেন ইমরান বলেন, ‘আমরা জীবন দেব কিন্তু এইচোরতথা বিদেশি তল্পিবাহকদের দেশ শাসন করতে দেব নানিজের দল পিটিআইকে সব সময় শান্তিপ্রিয় দল বলে অভিহিত করে ইমরান বলেন, তাঁরা সহিংসতা বা প্ররোচনা পছন্দ করেন না

ইমরান বলেন, ‘এটা রাজনীতি নয়, জিহাদ যদি তারা (সরকার) লংমার্চ ঠেকানোর চেষ্টা করে, সেটা হবে বেআইনি সেটা হলে আমরা পদক্ষেপ নেবসংবাদ সম্মেলনের শুরুতে ইমরান তাঁর শাসনামলের অগ্রগতির প্রশংসা করেন দেশকে দেউলিয়া হওয়ার দিকে ঠেলে দেওয়ার জন্য বর্তমান শাসকদের সমালোচনা করেন

ছাড়া তিনি আবারও তাঁকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন সাবেক প্রধানমন্ত্রী জানান, গত বছরের জুনেষড়যন্ত্র’–এর কথা প্রথম জানতে পারেন তিনি ষড়যন্ত্র ঠেকাতে চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন বলে উল্লেখ করেন ইমরানএই ষড়যন্ত্র আমার বিরুদ্ধে নয়, বরং পাকিস্তানের বিরুদ্ধে,’ বলেন ইমরান

ক্ষমতায় থাকার সময় নিজের সাফল্যের ফিরিস্তি দিয়ে ইমরান বলেন, তাঁর সময় জিডিপির রেকর্ড উন্নতি হয়েছিল ছাড়া সফলভাবে করোনাভাইরাসের মোকাবিলা করায়পুরো বিশ্ব পাকিস্তানের প্রশংসাকুড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি এরপর তিনি আবারও বর্তমান সরকারকে তীব্র সমালোচনা করেন জোট সরকারের নেতারাকেবল দুর্নীতিতে অভিজ্ঞবলে মন্তব্য করেন তিনি ইমরান বলেন, বর্তমান সরকারের নেতারা দুর্নীতির মামলা গোপন করছেন এবং প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছেন

বর্তমান সরকারের কোনোপরিকল্পনানেই উল্লেখ করে ইমরান বলেন, তারা সিদ্ধান্ত নিতে এতটাই ভীত যে জ্বালানি পণ্যের দাম নির্ধারণের জন্যও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের পরামর্শ নিতে হয়

পিএমএল-এন নেতা নওয়াজ শরিফকেদণ্ডপ্রাপ্ত, পলাতকহিসেবে আখ্যা দিয়ে ইমরান বলেন, তিনি লন্ডনে বসে পাকিস্তান চালাচ্ছেন

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে