শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেনেগালের হাসপাতালে আগুন, ১১ নবজাতকের মৃত্যু

যাযাদি ডেস্ক
  ২৬ মে ২০২২, ১০:৫০

সেনেগালের একটি হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগে ১১টি নবজাতকের মৃত্যুর খবর জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ম্যাকি সাল বুধবার রাতে এক টুইটে তিনি জানান, রাজধানী ডাকার থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে তিভাউয়ানে শহরের একটি আঞ্চলিক হাসপাতালের নবজাতক বিভাগে ওই অগ্নিকাণ্ড ঘটে

দেশটির প্রেসিডেন্ট ম্যাকি সাল বলেন, ‘এইমাত্র ভয়াবহ খবরটা পেলাম তিভাউয়েনের মামে আবদু আজিজ সি দাবাখ হাসপাতালের নিওনেটোলজি বিভাগে অগ্নিকাণ্ডে ১১টি নবজাতকের মৃত্যু হয়েছেহাসপাতালে অগ্নিকাণ্ডের ওই ঘটনা নিয়ে বিস্তারিত কোনো তথ্য ওই টুইটে দেননি প্রেসিডেন্ট ম্যাকি সাল

তবে সেনেগালের স্বাস্থ্যমন্ত্রী, আবদুলায়ে দিউফ সার দেশটির বেসরকারি টিভি স্টেশন টিএফএমকে বলেছেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে সেখানে আগুনের সূত্রপাত হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে জেনেভায় অবস্থানরত সার বলেছেন, সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে যাচ্ছেন

তিভাউয়ানের মেয়র দেম্বা দিওপ সি বলেছেন, পুলিশ ফায়ার সার্ভিস ওই হাসপাতালে উদ্ধার কাজ চালিয়েছে তবে তিনিও বিস্তারিত তথ্য জানাতে পারেননি

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে