নির্বাচন দিতে সরকারকে ৬ দিনের আলটিমেটাম দিলেন ইমরান

প্রকাশ | ২৬ মে ২০২২, ১১:০৪

যাযাদি ডেস্ক

 

 

পাকিস্তান তেহেরিক--ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করতে পাকিস্তান সরকারকে ছয় দিন সময় দিয়েছেন তা না করলেপুরো জাাতিরাজধানীতে ফিরে আসবে বলে আলটিমেটাম দেন

 

ইসলামাবাদের জিন্নাহ অ্যাভিনিউতে অনুষ্ঠিতআজাদি মার্চ’- জনতার উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই আলটিমেটাম দেন বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিওটিভি অনলাইন এবং দি এক্সপ্রেস ট্রিবিউন এই খবর প্রকাশ করেছে

 

খাইবার পাখতুনখাওয়া থেকে ইসলামাবাদে পৌঁছাতে ৩০ ঘণ্টা সময় লেগেছে জানিয়ে জনসভায় ইমরান খান বলেন, সরকার আমাদের আজাদি মার্চ ভন্ডুল করার জন্য সম্ভব সব ধরনের কৌশল প্রয়োগ করেছে তারা শান্তিপূর্ণ বিক্ষোভে কাঁদানে গ্যাস ছুড়েছে আমাদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে এবং বাড়ির প্রাইভেসি লঙ্ঘন করেছে তবে আমি জাতিকে দাসত্বের ভয় থেকে মুক্ত হতে দেখেছি

 

যাযাদি/এসএইচ