আঞ্চলিক দেশগুলোর সফরের অংশ হিসেবে তুরস্কে পৌঁছেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। এ সময় তাকে স্বাগত জানান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
স্থানীয় সময় বুধবার বিকেলে তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছান মোহাম্মদ বিন সালমান। খবর সৌদি গেজেটের
প্রেসিডেন্ট এরদোয়ান এর আগে বলেছিলেন যে, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফরের সময় দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চ স্তরে নিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করবে তুরস্ক।
এর আগে মিশর ও জর্ডান সফর করেন সৌদি যুবরাজ। দুই দেশের সঙ্গে পারস্পারিক সম্পর্ক উন্নয়নে একাধিক চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি।
সৌদির আলোচিত সাংবাদিক জামাল খাসোগিকে তুরস্কের সৌদি দূতাবাসে হত্যার ঘটনার পর দুই দেশের মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি হয়। এই ঘটনায় সরাসরি সৌদি যুবরাজকে দায়ী করে তুরস্ক। প্রেসিডেন্ট এরদোয়ানও এ নিয়ে সরব হন। তবে সেই ঘটনার দীর্ঘদিন পর আঙ্কারা সফর করছেন সৌদির কার্যত সরকার প্রধান মোহাম্মদ বিন সালমান।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd