বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওডেসায় অ্যাপার্টমেন্ট ভবনে রাশিয়ার হামলা, নিহত অন্তত ১০

যাযাদি ডেস্ক
  ০১ জুলাই ২০২২, ১০:১৩

কৃষ্ণসাগর তীরবর্তী ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় একটি নয়তলা অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

শুক্রবার (১ জুলাই) ভোরে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ওডেসার আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাতচুক তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, ‘একটি বহুতল অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।’

ব্রাতচুক ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশনকে আরও জানান, রাশিয়ার এই হামলায় তিন শিশুসহ সাতজন আহত হয়েছেন। তিনি বলেন, হামলার পর ভবনের একটি অংশ ধসে পড়ে এবং কিছু লোক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। এ ঘটনায় উদ্ধার অভিযান চলছে।

এদিকে একই অঞ্চলের একটি রিসোর্টে আরেকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে ব্রাতচুক জানান। সেখানেও বেশ কয়েকজন আহত হয়েছেন।

এর আগে হামলার পর প্রাথমিকভাবে বলা হয়, রাতের এই হামলার ঘটনায় তিন শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। রয়টার্স অবশ্য স্বাধীনভাবে এসব হামলার ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করতে পারেনি।

এর আগে গত এপ্রিলের শেষের দিকে ওডেসার একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছিল রাশিয়ার সামরিক বাহিনী। এতে সেসময় ৮ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন মা ও তার তিন মাস বয়সী শিশুও ছিল।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে