ইউক্রেনের মানুষের ভাগ্য নিয়ে খেলছেন পশ্চিমারা: পুতিন

প্রকাশ | ০১ জুলাই ২০২২, ১৪:২৩

যাযাদি ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলোর নেতারা ইউক্রেনের লাখ লাখ সাধারণ মানুষের ভাগ্য নিয়ে রাজনীতির খেলা খেলছেন।

পুতিন বৃহস্পতিবার মস্কোতে এক অনুষ্ঠানে এ কথা বলেন। খবর তাসের।

ইউক্রেনে পশ্চিমাদের তৎপরতাকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নব্য উপনিবেশবাদ বলে আখ্যায়িত করেছেন।

পুতিন বলেন, এর ফলে ইউক্রেনের সাধারণ মানুষ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষের মতো দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হবে।  

তিনি ইউক্রেনের সাধারণ মানুষকে পশ্চিমাদের প্ররোচনা থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান।

 

যাযাদি/ এস