বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাশিয়ার সীমান্তবর্তী শহরে বিস্ফোরণে নিহত ৩

যাযাদি ডেস্ক
  ০৩ জুলাই ২০২২, ১৩:০২
আপডেট  : ০৩ জুলাই ২০২২, ১৩:০৪

রাশিয়ার সীমান্তবর্তী শহর বেলগোরোডে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে তাৎক্ষণিকভাবে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। রবিবার (৩ জুলাই) আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

গ্ল্যাডকভ বলেন, ‘বিস্ফোরণে ১১টি অ্যাপার্টমেন্ট ভবন এবং ৩৯টি ব্যক্তিগত আবাসিক ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি বলেন, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে কারণ জানাতে পারেনি রুশ কর্তৃপক্ষ। তদন্ত চলছে বলে জানিয়েছেন গভর্নর। ইউক্রেন থেকেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চগুলোতে কয়েকবার বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এর মধ্যে বিদ্যুৎ ও তেলের ডিপোও রয়েছে। রাশিয়ার দাবি, এসব ঘটনার পেছেনে ইউক্রেনের হাত রয়েছে। যদিও তা অস্বীকার করেছে কিয়েভ।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে