শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লুহানস্ক ‘স্বাধীন’ করায় রুশ সেনাদের পুতিনের অভিনন্দন

যাযাদি ডেস্ক
  ০৫ জুলাই ২০২২, ১৭:২১

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে ‘বিজয়ী’ হওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সেনাদের অভিনন্দন জানিয়েছেন। খবর রয়টার্স ও সিএনএনের।

গতকাল সোমবার এক বৈঠকে রূশ প্রতিরক্ষামন্ত্রী সেরগেই শোইগু পুতিনকে এ অঞ্চলে যুদ্ধের অগ্রগতি সম্পর্কে ব্রিফিং দেন। বৈঠকটি রুশ রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে সম্প্রচার করা হয়।

বৈঠকে শোইগু বলেন, ‘১৯ জুন থেকে শুরু করে স্বঘোষিত রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী লুহানস্কের (এলপিআর) পিপলস মিলিশিয়া বাহিনীর ২য় কোর (কর্পস) ও দক্ষিণের বাহিনীর সহায়তায় রুশ সেনাবাহিনী সাফল্যের সঙ্গে অভিযান চালিয়েছে এবং গণপ্রজাতন্ত্রী লুহানস্কের সব অঞ্চলকে স্বাধীন করেছে।’

শোইগু আরও জানান, ‘গোরস্কি কলড্রন’ নামে পরিচিত লিসিচানস্ক ও সেভেরোদোনেৎস্ক শহরকে দুই সপ্তাহের মধ্যে ঘিরে ফেলা হয়। তিনি দাবি করেন, এ যুদ্ধে ইউক্রেনের ৫ হাজার ৪৬৯ সেনা নিহত হয়েছে।

পুতিন জানান, এলপিআরের যুদ্ধে যেসব সেনা সদস্য অবদান রেখেছেন, তারা 'বীরত্বের' জন্য পুরস্কৃত হবেন।

লুহানস্কের বীরদের বিশ্রাম নেওয়ার আহ্বান জানিয়ে পুতিন আরও বলেন, 'পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, পূর্ব ও পশ্চিমের সেনাদলসহ অন্যান্য সামরিক ইউনিটকে এখন তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।'

'আমি আশা করি লুহানস্কের মত সবখানেই আমাদের অভিযান সফল হবে', যোগ করেন পুতিন।

পুতিন একই সঙ্গে এলপিআরের মিলিশিয়া বাহিনীকে 'বীরত্ব' দেখানোর জন্য প্রশংসা করেন।

'আমি আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি', যোগ করেন পুতিন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে