শি’কে গৃহবন্দী করে চীনে নতুন প্রেসিডেন্ট?
প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩০

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে গৃহবন্দী করা হয়েছে! এমন জল্পনার খবরে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। বিভিন্ন সামাজিক মাধ্যমের খবরে বলা হয়েছে, চীনা পিপলস আর্মির (পিএলএ) প্রধান পদ থেকে শি'কে সরানো হয়েছে। রাখা হয়েছে গৃহবন্দী করে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তবে এমন জল্পনার খবর সম্পর্কে দেশটির ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টি বা দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করে কিছু বলেনি।
সম্প্রতি চীনা প্রেসিডেন্ট উজবেকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সামিটে অংশ নেন। সেখানে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন।
বেশ কিছু টুইটার পোস্টে দাবি করা হয়েছে, ১৬ সেপ্টেম্বর বেইজিংয়ে অবতরণ করার পরেই শিগগিরই শি'কে গৃহবন্দী করা হয়। কিছু চীনা টুইটার ব্যবহারকারীরা দাবি করেছেন, পিএলএ দেশের নিয়ন্ত্রণ নিয়েছে এবং জল্পনা উঠেছে, জেনারেল লি কিয়াওমিং চীনের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন।
তাহলে লি কিয়াওমিং কি চীনের নতুন প্রেসিডেন্ট? সামাজিক মাধ্যমে এসব জল্পনা চাউর হলের চীনের পক্ষ থেকে এই নিয়ে সরকারিভাবে কিছু বলা হয়নি। এছাড়া আন্তর্জাতিক মিডিয়ার খবরে, চীনের প্রেসিডেন্টকে গৃহবন্দী করে নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় বসার কোনো সংবাদ পাওয়া যায়নি।
এনডিটিভি বলছে, শিকে গৃহবন্দী করার খবর অনেক টুইটার ব্যবহারকারী পোস্ট করেছেন। এমনকি অনেকে দাবি করেছেন, এটি সেনা অভ্যুত্থান এবং পিএলএ'র গাড়ি রাজধানী বেইজিংয়ের দিকে অগ্রসর হচ্ছে। কেউ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, পিএলএ সামরিক গাড়ি সেপ্টেম্বর ২২ তারিখে বেইজিংয়ের দিকে যাচ্ছে। এটি হুইয়ানলাই কাউনটি থেকে যাত্রা শুরু করেছে।
চীনা কলামিস্ট, লেখক এবং আইনজীবী গর্ডন জি চ্যাং দাবি করেছেন, দেশটির ৫৯ শতাংশ বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে এবং সিনিয়র কর্মকর্তাদের জেল হয়েছে। এরপরেই সামরিকবাহিনীর গাড়ি বেইজিংয়ের দিকে যাচ্ছে। এমন একটি ভিডিও তিনি পোস্ট করেছেন।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্টে বলা হয়েছে, দেশটির কড়া জিরো করোনা নীতির কারণে চীনা প্রেসিডেন্ট শি কোয়ারেন্টাইনে আছেন। এজন্য তাকে জনসম্মুখে দেখা যায়নি। বিদেশ সফর করে কেউ চীনে এলে তাকে কোয়ারেন্টাইনে থাকতে হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির ২০তম ন্যাশনাল কংগ্রেস আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, শি আগামী পাঁচ বছরের জন্য আবার ক্ষমতায় বসছেন।
রিপোর্ট বলছে, শি-বিরোধীরা চীনে সেনা অভ্যুত্থান ও শিকে গৃহবন্দী করার জল্পনার খবর চাউর করেছে।
যাযাদি/ এস