প্লেবয় ছিলাম: ইমরান খান

প্রকাশ | ০২ জানুয়ারি ২০২৩, ১৩:১৫

যাযাদি ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান গতকাল রোববার দেশটির সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে সর্বশেষ বৈঠকের বিষয় সম্পর্কে মুখ খুলেছেন। সেই বৈঠকে ইমরান খান অতীতে যে প্লেবয় ছিলেন- সেটি স্বীকার করেছেন বলে জানান। খবর জিও নিউজের।

লাহোরে তার জামান পার্কের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিটিআই চেয়ারম্যান কামার জাভেদের সঙ্গে বৈঠকের কথা স্মরণ করে বলেন, সাবেক জেনারেল বাজওয়া আমায় প্লেবয় ডাকে এবং এর জবাবে আমি বলি, হ্যাঁ আমি প্লেবয় ছিলাম।

তবে সাবেক জেনারেল বাজওয়ার সঙ্গে কবে এই বৈঠক হয়েছিল-সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি ইমরান খান। পাকিস্তানের এ সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, বাজওয়া আমাদের পিঠে ছুরিকাঘাত করছিল এবং সহানুভূতিও দেখাচ্ছিল এবং তার 'সেট-আপ' এখনো এস্টাব্লিশমেন্টে কাজ করছে। 

পাকিস্তানের সেনাপ্রধানের নাম উল্লেখ না করে পিটিআই চেয়ারম্যান বলেন, পাকিস্তানে এস্টাব্লিশমেন্ট বলতে একজনের নামই বোঝায়।

গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান  খান। তিনি বলেন, সাবেক সেনাপ্রধান দেশে জবাবদিহিতা চান নি তাই বাজওয়ার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়। 

যাযাদি/ সোহেল