যুক্তরাষ্ট্রে কুকুরের গুলিতে যুবক নিহত

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২৩, ১৪:২৭

যাযাদি ডেস্ক
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে গুলিতে নিহতের ঘটনা হরহামেশা ঘটে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় একদিনের ব্যবধানে দুটি গুলির ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। তবে এবার যে ঘটনাটি সামনে এসেছে তা অবিশ্বাস্য। 

এনবিসির খবরে বলা হয়েছে, শনিবার যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যে ৩০ বছরের এক যুবক কুকুরের গুলিতে মারা গেছেন। স্থানীয় ফায়ার সার্ভিস প্রধান বলছেন, রাইফেলের ওপর কুকুর পা রাখলে তা থেকে গুলি বের হয়েছে বলে মনে করা হচ্ছে।

ওয়েলিংটন ফায়ার এবং ইএমএস প্রধান টিম হে বলেন, উইচিটা থেকে প্রায় ৪৫ মাইল দক্ষিণে কান্ট্রি রোড ইস্ট ৮০ স্ট্রিটের ১৬০০ ব্লকের একটি ট্রাকে স্থানীয় সময় সকাল ৯.৪০ মিনিটের দিকে লোকটিকে গুলি করা হয়। কুকুরটি ট্রাকের পিছনে থাকা রাইফেলের ওপর পা রাখার পরই গুলি বের হয়। এরপর গুলিটি সামনের আসনে থাকা ওই ব্যক্তির পেছনে আঘাত করে। 

হে বলেন, জরুরি চিকিৎসা কর্মীরা ওই ব্যক্তিকে (যার নাম প্রকাশ করা হয়নি) ঘটনাস্থলে পেয়ে সিপিআর দেয়। তারপরই তাকে মৃত ঘোষণা করা হয়।

চালকের আসনে থাকা আরেক ব্যক্তি শারীরিকভাবে অক্ষত ছিলেন বলে জানান টিম হে। তবে এটি এখনও স্পষ্ট হয়নি যে ট্রাক ও কুকুরটির মালিক কে।

নিরাপত্তা কর্মকর্তারা বলছেন যে, এটি একটি শিকার-সম্পর্কিত দুর্ঘটনা বলে মনে হচ্ছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

যাযাদি/ এস