বাইডেনের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫০

যাযাদি ডেস্ক
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলাওয়্যারের রেহোবোথের বাড়িতে তল্লাশি চালিয়েছে দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা এফবিআই। তবে, বাইডেনের আইনজীবী বলেছেন, ওই অনুসন্ধানের সময় কোনও স্পর্শকাতর নথি পাওয়া যায়নি।

একটি বিবৃতিতে, বাইডেনের অ্যাটর্নি বলেছেন যে, গত বুধবারের (১ জানুয়ারি) তল্লাশিতে প্রেসিডেন্টের পূর্ণ সহযোগিতা ছিল।

বাইডেনের বাড়িতে এফবিআই প্রায় চার ঘন্টা তল্লাশি চালায় বলে জানা গেছে। যদিও এফবিআই ওই তল্লাশির বিষয়ে কোনও মন্তব্য করেনি। 

বাইডেনের আইনজীবী বব বাউয়ার বলেছেন, ‘অপারেশনাল নিরাপত্তার’ স্বার্থে ‘আগাম ঘোষণা ছাড়াই’ তল্লাশি চালানো হয়েছে।

বাউয়ার আরও বলেছেন, তল্লাশির সময় ২০০৯ সাল থেকে ২০১৭ সালের মধ্যে ভাইস-প্রেসিডেন্ট হিসাবে বাইডেনের সময়কালের কিছু ‘উপাদান এবং হাতে লেখা নোট’ ‘অধিকতর পর্যালোচনার জন্য’ সংগ্রহ করেছে এফবিআই।

গত নভেম্বর মাসে ওয়াশিংটন ডিসিতে পেন বাইডেন সেন্টারের কার্যালয় থেকে স্পর্শকাতর নথি পাওয়ার পর বিভিন্ন স্থানে পরিচালিত একটি তল্লাশির মধ্যে ছিল এটি সর্বশেষ।

গত ডিসেম্বর এবং জানুয়ারীতে পরিচালিত তল্লাশিতে ডেলাওয়্যারের উইলমিংটনে বাইডেনের আরেকটি বাড়িতে আরও নথি পাওয়া গেছে।

গত জানুয়ারির প্রথম তল্লাশির পরে বাইডেন সাংবাদিকদের বলেছিলেন যে, ফাইলগুলো একটি তালাবদ্ধ গ্যারেজে ছিল। বিশেষ কাউন্সেল রবার্ট হুর আনুষ্ঠানিকভাবে নথিগুলোর তদন্ত শুরু করার একদিন পরে সর্বশেষ তল্লাশি চালানো হলো। সূত্র : বিবিসি

যাযাদি/ এস