যুক্তরাষ্ট্রের পরমাণু কেন্দ্রে নজরদারি চালাচ্ছে চীনের গোয়েন্দা বেলুন, পেন্টাগনের অভিযোগ

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৮

যাযাদি ডেস্ক
সংগৃহীত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের ‘স্পর্শকাতর পরমাণু কেন্দ্রগুলোর’ উপর নজরদারির জন্য গুপ্তচর বেলুন ব্যবহার করছে চীন! বৃহস্পতিবার পেন্টাগনের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হয়েছে।

আমেরিকার প্রতিরক্ষা দফতরের মুখপাত্র পিট রাইডার জানিয়েছেন, ওই সন্দেহজনক বেলুনটি কয়েক দিন আগেই তাদের নজরে এসেছে।

তিনি বলেন, “বেলুনটি চরবৃত্তির জন্যই ব্যবহার করা হচ্ছে। আমরা সতর্কভাবে সেটির গতিবিধির উপর নজর রাখছি।”
তবে ওই বেলুনটিকে আমেরিকার কোন পরমাণু কেন্দ্রের উপর দিয়ে কত উচ্চতায় উড়তে দেখা গেছে, সে বিষয়ে কোনও তথ্য দিতে চাননি পেন্টাগনের মুখপাত্র। 

সংবাদমাধ্যমের দাবি, আমেরিকার নাগরিকত্ব নেওয়া চীনা বংশোদ্ভূতদের একাংশকে গুপ্তচরবৃত্তির কাজে লাগাচ্ছে বেইজিং।

প্রকাশিত একটি খবরে দাবিক করা হয়েছে, বেলুনটিকে উত্তর-পশ্চিম আমেরিকায় উড়তে দেখা গেছে। প্রাথমিকভাবে জো বাইডেন সরকারের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন সেটিকে গুলি করে নামানোর কথা ভেবেছিলেন। কিন্তু বেলুনটির মধ্যে কোনও তেজস্ক্রিয় পদার্থ থাকলে ঘনবসতিপূর্ণ ওই অঞ্চলে পড়ে বিপত্তি ঘটার আশঙ্কা রয়েছে। তাই ওই পরিকল্পনা বাতিল করা হয়। সূত্র: ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান, আল জাজিরা

যাযাদি/ এস