শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভালোবাসা দিবসের প্রাক্কালে কোটি কোটি কনডম বিলির ঘোষণা

যাযাদি ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৮
ছবি: সংগৃহীত

‘ভ্যালেন্টাইনস ডে’ বা ভালোবাসা দিবসের আগে নিরাপদ যৌনতার প্রচারের উদ্দেশ্যে অভিনব উদ্যোগ নিয়েছে থাইল্যান্ড সরকার। নাবালিকাদের সন্তানধারণ রুখতে এবং তরুণ প্রজন্মের মধ্যে যৌনরোগে সংক্রমিত হওয়ার ঝুঁকি কমাতে বিনামূল্যে সাড়ে ৯ কোটি কনডম বিতরণ করছে দেশটি। ইতোমধ্যে থাইল্যান্ড সরকার গত ১ ফেব্রুয়ারি থেকেই তরুণদের মধ্যে কনডম বিলির প্রক্রিয়া শুরু করেছে।

এই বিষয় থাইল্যান্ড সরকারের মুখপাত্র রাচাদা ধনাদিরেক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘তরুণদের জন্য চারটি আকারের কনডম বিলি করা হচ্ছে। দেশের সব হাসপাতাল, ওষুধের দোকান এবং প্রাইমারি কেয়ার ইউনিট থেকে তরুণরা কনডম সংগ্রহ করতে পারবেন। যাদের ইউনিভার্সাল হেলথ কেয়ার কার্ড রয়েছে। তারা ১ বছরে প্রতি সপ্তাহে ১০ টি করে কনডম বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন।’

থাইল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সুরক্ষা দপ্তরের (এনএসএইচও) পক্ষ থেকে জানানো হয়েছে, অবাঞ্ছিত গর্ভধারণ ও সিফিলিস, গনোরিয়া, ক্ল্যামিডিয়া, সার্ভাইকাল ক্যানসার, এইচআইভি, এডসের মতো যৌনবাহিত রোগের সংক্রমণ রোধ করার জন্য বিনামূল্যে কনডম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনএসএইচও-এর সেক্রেটরি জেনারেল বলেন থম্মতাচারী বলেন, ‘তরুণদের মধ্যে লুব্রিকেটিং জেলসহ বিনামূল্যে কনডম বিতরণ করা হবে। যারা বিনামূল্যে কনডম সংগ্রহ করতে চান তাদের ‘পাওট্যাঙ্গ’ মোবাইল অ্যাপে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। সেখানে তাদের নিজ নিজ এলাকায় কোন নির্দিষ্ট কেন্দ্র থেকে তারা কনডম সংগ্রহ করবেন, সেটাও জানাতে হবে।’

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে