আকাশে দুই বিমান মুখোমুখি!

প্রকাশ | ২৭ মার্চ ২০২৩, ১২:৫৬

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

ভারতের এয়ার ইন্ডিয়া ও নেপাল এয়ারলাইনসের দুটি বিমান মাঝ আকাশে অল্পের জন্য সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে।

কাঠমান্ডুগামী বিমান দুটি নেপালের আকাশসীমায় খুব কাছাকাছি দূরত্বে ছিল। একটি বিমান দ্রুত আরও নিচে নেমে যায়। এতে করে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় বলে জানিয়েছে এনডিটিভি।

দিল্লি থেকে শুক্রবার সকালে কাঠমান্ডুর পথে থাকা এয়ার ইন্ডিয়ার বিমানটি ১৯ হাজার ফুট থেকে ১৫ হাজার ফুটে নেমে আসছিল।

সেসময় কুয়ালালামপুর থেকে নেপাল এয়ারলাইনসের বিমানটিও একই অবস্থান থেকে ল্যান্ড করতে চাইলে কাছাকাছি নজরসীমার মধ্যে চলে আসে। এতে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।

পরে এয়ার ট্রাফিক কন্ট্রোলের রাডারে ধরা পড়ার পর দ্রুতই নেপাল এয়ারলাইন্সের এয়ারবাস এ ৩২০ উড়োজাহাজটি ৭ হাজার ফুট নিচে নেমে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

শুক্রবারের এ ঘটনার পর নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএএন) এক টুইটে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ওই সময় ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে থাকা কর্মকর্তাদের (এটিসি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব থেকে অব্যাহতির কথা জানিয়েছে।

‘দায়িত্বে অবহেলার’ কারণে এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনায় নেপালের কর্তৃপক্ষ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে। তবে এ ঘটনায় এয়ার ইন্ডিয়ার বক্তব্য পাওয়া যায়নি।

যাযাদি/ এস