আমিরাতে রাস আল খাইমাহ প্রবাসীদের সাথে মিশন কর্মকর্তাদের মতবিনিময়
প্রকাশ | ২৮ মে ২০২৩, ১৭:৪১

সংযুক্ত আরব আমিরাতে রাস-আল খাইমাহ প্রদেশের প্রবাসী বাংলাদেশীদের সাথে বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনস্যুলেট কর্মকর্তাদের মতবিনিময় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ মে) স্থানীয় একটি কনভেনশন সেন্টারের হল রুমে বাংলাদেশ মিশন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেন, বাংলাদেশ ও আরব আমিরাত বন্ধুপ্রতিম দেশ। এদেশে প্রায় ১২ লক্ষ বাংলাদেশী বিভিন্ন পেশায় কর্মরত আছেন। বিদেশের মাটিতে এমন কোন কাজ করা যাবেনা যা দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে! আরব আমিরাত সরকার কর্তৃক গৃহীত সকল আইন-কানুন এর প্রতি বাংলাদেশীদের শ্রদ্ধাশীল থেকে নিজস্ব কাজে মনোনিবেশ করার পরামর্শ দেন তিনি।
এসময় সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা উল্লেখ করে তিনি বলেন, বিদেশের মাটিতে বসে কে কি করছেন বাংলাদেশ মিশন সবকিছুই অবগত আছেন। দেশের স্বার্থবিরোধী কোন কাজ করবেন না, যা দেশ ও জনগণ ক্ষতিগ্রস্ত হয় এবং প্রবাসীদের মাঝে বিভ্রান্তি তৈরি করে। এসময় তিনি বাংলাদেশ মিশন সবসময় প্রবাসীদের পাশে আছেন বলে প্রবাসী বাংলাদেশীদের আস্বস্ত করেন এবং কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থ সমুন্নত রেখে প্রবাসীদের কল্যাণে কাজ করার আহবান জানান।
বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের লেবার মিনিস্টার ফাতেমা জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।
কনসাল জেনারেল বি এম জামাল হোসেন আমিরাত সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন বিষয়ে প্রবাসীদের অবহিত করেন এবং মিশনের মাধ্যমে আমিরাতে অবস্থানরত প্রবাসীদের জন্য বিভিন্ন খাতে বাংলাদেশ সরকারের পরিকল্পনা, উদ্যোগ ও বাস্তবায়নের চিত্র তুলে ধরেন। একই সাথে কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান আরব আমিরাতের বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রবাসী বাংলাদেশীদের সামনে সচেতনতা ও দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সারওয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কাউন্সেলর) ড. তানবীর মনসুর ছাড়াও মিশন কর্মকর্তাগণ, কমিউনিটি নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশী ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
যাযাদি/ এম