মেক্সিকোয় কার্গো ট্রাকে লুকিয়ে ভ্রমণের সময় দুর্ঘটনা, ১০ অভিবাসী নিহত
প্রকাশ | ০২ অক্টোবর ২০২৩, ১৩:০৬
মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় ১০ জন কিউবান অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যের একটি মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই একটি কার্গো ট্রাকে লুকিয়ে ছিলেন। খবর বিবিসি।
স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, গুয়াতেমালা সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুও ছিল।
আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা সবাই নারী। গত এক সপ্তাহে এটি অভিবাসী কেন্দ্রিক দ্বিতীয় মারাত্মক দুর্ঘটনা।
ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) এক বিবৃতিতে জানিয়েছে, ‘ট্রাকের চালক দুর্ঘটনার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। চালক দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যার কারণে তা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।’
কর্তৃপক্ষের প্রকাশ করা ছবিগুলোতে দেখা যায়, নম্বর প্লেটবিহীন একটি ট্রাক হাইওয়ের পাশে একটি খাদে পড়ে আছে, সেখানে অভিবাসীদের জামাকাপড় ও ব্যাকপ্যাকগুলো চারপাশে ছড়িয়ে রয়েছে।
মেক্সিকোতে প্রায়ই সড়ক দুর্ঘটনার শিকার হন অভিবাসন প্রত্যাশীরা। কিছুদিন আগে একই রাজ্যের অন্য একটি অংশে অভিবাসী বহনকারী আরেকটি ট্রাক উল্টে দুজন নিহত হন।
বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর জন্য বাস, ট্রেলার ও মালবাহী ট্রেনে মেক্সিকো হয়ে ভ্রমণ করেন।
যাযাদি/ এসএম