৩ সপ্তাহের জন্য বই নিয়ে ৪৫ বছর পর ফেরত

এ জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘একটু দেরি’ হয়ে গেল

প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৩, ২০:৫৯

যাযাদি ডেস্ক

ইংল্যান্ডের ব্লাকপোল সেন্ট্রাল লাইব্রেরিতে তিন সপ্তাহের জন্য বই পড়তে নিয়েছিলেন এক নারী। কিন্তু সেই বই ৩ মাস, ৩ বছর বা ৩০ বছরেও ফেরত আসেনি। অবশেষে ৪৫ বছর পর বইটি ফিরে আসে পাঠাগারে। অজ্ঞাত ওই নারী এ জন্য দুঃখ প্রকাশ করে বলে, ‘একটু দেরি’ হয়ে গেল।

গ্রন্থাগার কর্তৃপক্ষ জানায়, ওই নারী ১৯৭৮ সালে তিন সপ্তাহের জন্য টোলকেইস ওয়ার্ল্ড নামের বইটির একটি কপি নিয়েছিলেন।

ব্ল্যাকপোল সেন্ট্রাল লাইব্রেরিজ ফিওনা ডেভিস বলেন, ওই নারী সম্প্রতি বাড়ি পরিষ্কার করতে গিয়ে বইটি পান। পরে তিনি লজ্জিত বোধ করেন ও ক্ষমা চান। বই ফেরত দেওয়ার সময় তিনি বলেন, ‘একটু দেরি হয়ে গেছে।’

ফিওনা ডেভিস বলেন, ‘আমরা বলেছি, আপনি দারুণ কাজ করেছেন। আপনাকে আমরা জরিমানা করছি না।’

৪৫ বছর পর বই ফেরত দেওয়ার ঘটনা দেখে বিস্ময়ের সঙ্গে ফিওনা বলেন, তিনি যখন বইটি নিয়েছিলেন তখন আমি  প্রাইমারি স্কুলে পড়ি। তবে এতো বছর পর বই ফেরত দেয়ার জন্য ওই নারীর প্রশংসা করে তিনি বলেন, দেরি হলেও সে ভালো কাজ করেছেন। তাকে কোনও জরিমানা করা হবে না।

গ্রন্থাগার কর্তৃপক্ষ জানায়, যখন বইটি ধার নেওয়া হয়েছিল, তখন বিলম্ব ফি ছিল প্রতিদিন ১ পাউন্ড করে। ২০১৯ সালের এপ্রিল থেকে ব্ল্যাকপোল লাইব্রেরিজ এই নিয়ম বাতিল করে।

গ্রন্থাগারের এক মুখপাত্র বলেন, ‘এখনো যদি কারও কাছে এমন বই থাকে, নিঃসংকোচে ফেরত দিতে পারেন। আমরা দেরিতে বই জমা দেওয়ার জন্য কাউকে জরিমানা করি না। এটা অনেক বছর হয়ে থাকলেও। এর মধ্যে আপনি যদি পাঠাগার থেকে ধার করা বই হারিয়েও থাকেন, আমাদের ভয় পাওয়ার কিছু নেই।’

যাযাদি/ এম