৬০ কুকুরের সঙ্গে ব্রিটিশ প্রাণীবিদের যৌন সঙ্গম
প্রকাশ | ১৬ জুলাই ২০২৪, ১০:২৪

বনে-জঙ্গলে ঘুরে বেড়ানো তার নেশা। আর সেই নেশা থেকেই প্রাণীর সঙ্গে যৌন ক্রিয়া শুরু করে এই ব্রিটিশ যুবক। তিনি প্রায় ৪০ টি কুকুরের সঙ্গে যৌন সঙ্গম করতে গিয়ে প্রাণীগুলোকে হত্যা করে। এভাবে অন্য প্রাণীদের সঙ্গে তার যৌন সঙ্গমের অভিযোগ রয়েছে।
জানা যায়, ব্রিটিশ প্রাণীবিদ ব্রিটন মূলত কুমির বিশেষজ্ঞ হিসাবে পরিচিত। থাকতেন অস্ট্রেলয়ার ডারউইনে।
৬০ টিরও বেশি কুকুরকে ধর্ষণের অভিযোগে ২৪৯ বছরের জেল হল ব্রিটিশ কুমির বিশেষজ্ঞ প্রাণীবিদ অ্যাডাম ব্রিটনের।
সম্প্রতি মামলার চূড়ান্ত শুনানি হয়েছে। প্রাণীবিদের আইনজীবী বিচারকের কাছে নতুন প্রতিবেদন উপস্থাপন করলে সেটিও স্থগিত করা হয়েছে। আদালতে আগামী আগস্টে মামলার শুনানি করবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর অনুসারে, অ্যাডাম ব্রিটন ডজন ডজন কুকুরকে ধর্ষণ, অত্যাচার এবং মৃত্যুর অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তার দোষ প্রমাণিত হলে অস্ট্রেলিয়ায় ২৪৯ বছরের কারাদণ্ড হবে। গত বছর, ব্রিটন পশু নিষ্ঠুরতার ৬০ টিরও বেশি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
বৃহস্পতিবার, এনটি সুপ্রিম কোর্টের বিচারক মাইকেল গ্রান্ট তার কর্মীদের এবং প্রাণী অধিকার কর্মীদের শুনানি শুরুর আগে রুম ছেড়ে যাওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, “আমার মূল্যায়ন বলছে, তিনি পশুদের স্নায়বিক শক বা অন্য মানসিক অস্থিরতা সৃষ্টি করার পর ধর্ষণ করেছেন। আর তার এই অপরাধটিকে প্রাণীর প্রতি ভয়ঙ্কর নিষ্ঠুরতা”।
এরপর বিচারক যখন চূড়ান্ত রায় ঘোষণা করেন, এবং অ্যাডাম-এর বিরুদ্ধে শাস্তির ঘোষণা করেন। তখন তার আইনজীবী একটি নতুন প্রতিবেদন পেশ করেন এবং বিচারককে এটি বিবেচনা করার জন্য অনুরোধ করেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অ্যাডাম-এর মানসিক চিকিৎসা করা হবে। ব্রিটনের আইনজীবীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “অন্তর্দৃষ্টির মতো অনুশোচনাকে পুনর্বাসন সম্ভাবনার প্রমাণ হিসাবে বিবেচনা করা হয়। এগুলি এমন জিনিস যা প্রথমবার উপস্থিত নাও হতে পারে।” মিরর।