নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, নিহত ১৮
প্রকাশ | ২৪ জুলাই ২০২৪, ১২:৪৫ | আপডেট: ২৪ জুলাই ২০২৪, ১৩:৪১
নেপালের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে ১৯ জন আরোহী ছিলেন। দুর্ঘটনাস্থল থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) সৌর্য এয়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে রওনা হওয়া ওই ফ্লাইটটি উড্ডয়নের সময় দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটিতে শুধু এয়ারলাইনসের কারিগরি কর্মীরাই ছিলেন বলে জানা গেছে।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের (টিআইএ) মুখপাত্র সুবাস ঝা জানিয়েছেন, পোখারাগামী ফ্লাইটটি টেকঅফের সময় রানওয়ের বাইরে ছিটকে পড়ে। দুর্ঘটনাস্থল থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটির পাইলট ক্যাপ্টেন এমআর শাক্যকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
যাযাদি/ এসএম