ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে অত্যাধুনিক গাইডেড ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে। সৌদি বার্তা সংস্থা আল হাদাথকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, স্থানীয় সময় রাত ২টার পর ইসমাইল হানিয়ার ওপর ওই হামলা চালানো হয়। ইরানের বিপ্লবী গার্ডের সাথে সম্পৃক্ত ফারস নিউজ জানিয়েছে, হানিয়া তেহরানের উত্তরাঞ্চলের একটি বাসভবনে অবস্থান করছিলেন এবং তাকে দূর থেকে লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। তবে এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত এখনও বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি।
এদিকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। বুধবার তার নিহত হওয়ার কিছুক্ষণের মধ্যেই এ ঘোষণা দেন হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক।
যাযাদি/ এসএম