বিএসএফের গু‌লি‌তে কিশোরী নিহত : তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলা‌দেশ

প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২২:০৫

যাযাদি ডেস্ক
ফাইল ছবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মৌলভীবাজারের কুলাউড়ার কিশোরী স্বর্ণা দাসের নিহতের ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে বাংলা‌দেশ। আজ বৃহস্প‌তিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে পাঠানো কূটনৈতিকপত্রের মাধ্যমে এ প্রতিবাদ জানা‌নো হয়।

প্রতিবাদপত্রে বাংলাদেশ এ ধরনের নির্মম কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ সরকার মনে করিয়ে দিয়েছে যে, সীমান্ত হত্যার এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক।  

বাংলাদেশ বলেছে, এই ধরনের পদক্ষেপ সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথ ভারত-বাংলাদেশ নির্দেশিকা, ১৯৭৫ এর বিধান লঙ্ঘন করে। বাংলাদেশ সরকার ভারত সরকারকে এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি বন্ধ, সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

গত রবিবার রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তে বিএসএফের গুলিতে স্বর্ণা দাস নিহত হয়। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ। পরের দিন গত সোমবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের একটি দল স্বর্ণাদের বাড়িতে গেলে খবরটি এলাকায় জানাজানি হয়।

পরে মঙ্গলবার সন্ধ্যায়  ৪৫ ঘণ্টা পর স্বর্ণার মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে স্থানীয় চাতলাপুর চেকপোস্ট দিয়ে বাংলাদেশ পুলিশের কাছে ওই কিশোরীর মরদেহ হস্তান্তর করা হয়।

যাযাদি/ এস