শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

গাজায় ইসরায়েলি বিমান হামলা, ৩১ ফিলিস্তিনি নিহত

যাযাদি ডেস্ক
  ০৪ নভেম্বর ২০২৪, ১০:১৩
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৬ জন।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় অনেক মানুষ আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সোমবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতের নিহতসহ এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৩৪১ জন। আহতের সংখ্যা গিয়ে পৌঁছেছে অন্তত এক লাখ ২ হাজার ১০৫ জনে।

ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন, রোববারের ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে অর্ধেকই গাজার উত্তরাঞ্চলের। এই অঞ্চলে হামাস পুনঃসংগঠিত হচ্ছে দাবি করে ইসরায়েলি সেনাবাহিনী সেখানে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে।

চিকিৎসকরা বলছেন, ইসরায়েলি সেনাদের নতুন আক্রমণের কেন্দ্রবিন্দু এখন বেইট লাহিয়া শহর এবং জাবালিয়ায় বাড়িগুলো। গত রাতের পৃথক হামলায় কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন সেখানে। বাকিরা গাজা শহরে এবং দক্ষিণাঞ্চলে পৃথক ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। কেবল খান ইউনিসে চার শিশুসহ ৮ জন নিহত হয়েছেন।

রোববার বেইট লাহিয়ার কাছে কামাল আদওয়ান হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছিলেন, ইসরায়েলি ট্যাঙ্কের গোলায় গুরুতর এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে