লন্ডনে ভারতীয়দের গলা কেটে নেবার হুমকি পাক উপদেষ্টার
প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৫, ১৭:১৯

লন্ডনে পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভ করতে যায় কিছু ভারতীয়। আর তাদের ইঙ্গিত করে পাকিস্তান হাইকমিশনের সেনা উপদেষ্টা ভারতীয়দের গলা কেটে নেবার ইঙ্গিত করেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা যায়, ‘গলা কেটে দেব’! লন্ডনে পাক হাই কমিশনের বাইরে দাঁড়িয়ে ভারতীয় প্রতিবাদীদের উদ্দেশে ইঙ্গিত দেন সেনা উপদেষ্টা।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে লন্ডন পাকিস্তানি হাই কমিশনের বাইরে শুক্রবার বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়দের একাংশ।
তখন তাদের সেখান থেকে সরিয়ে দেন পাক কর্মকর্ত। প্রতিবাদীদের লক্ষ্য করে প্রকাশ্যে ‘গলা কেটে দেওয়ার’ ভঙ্গি করছেন কর্নেল তৈমুর রাহত
গত মঙ্গলবার পহেলগাঁওয়ে হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ ভারতীয় প্রতিবাদীদের মুখে ছিল পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান।
পাকিস্তানের এই সেনা উপদেষ্টাকে হুমকির সময় তাঁর হাতে ছিল ভারতীয় বায়ুসেনার জওয়ান অভিনন্দন বর্তমানের একটি ছবি। পাশে পাকিস্তানের পতাকা বালাকোট কাণ্ডের পরে এক পাক বিমানকে তাড়া করে ধাওয়া করার সময়ে সীমান্তের ওপারে পাকিস্তান ভূখণ্ডে ভেঙে পড়েছিল অভিনন্দনের বিমান।
তাঁকে আটক করেছিল পাক সেনা। পরে ভারতের হাতে তাঁকে তুলে দেওয়া হয়েছিল। তাঁর ছবি নিয়ে ওই পাক সেনা উপদেষ্টা কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট নয়।
প্রতিবাদীদের মধ্যে ছিলেন কয়েক জন ভারতীয়-ইহুদি। -আনন্দবাজার