ভারত-পাকিস্তান উত্তেজনা: দিল্লি সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ | ০৮ মে ২০২৫, ১৫:১২

আন্তর্জাতিক ডেস্ক
ইরানি পররাষ্ট্রমন্ত্রী

 ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনার মধ্যেই দিল্লি সফরে গেছেন। 

এই সফরে তিনি ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, আরাঘচির সফর ভারত-ইরান মৈত্রী চুক্তির ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা ও প্রসারিত করতে একটি সুযোগ তৈরি করেছে।

এর আগে তিনি পাকিস্তান সফর করেন। পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীর এবং দেশটির বিভিন্ন স্থানে ভারতের হামলা চালানোর একদিন আগে আরাঘচি পাকিস্তানে ছিলেন। সে সময় তিনি রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে বৈঠক করেন। 

সা¤প্রতিক এই সংঘাতের আগেই তিনি ইরান ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। বুধবার ভোরের দিকে পাকিস্তানের অন্তত ৯ স্থানের ২৪টি স্থাপনায় হামলা চালায় ভারত। এতে এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে বলে পাকিস্তানের সেনাবাহিনীর এক মুখপাত্র নিশ্চিত করেছেন।


মূলত ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে ভারত। ওই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ শুরু থেকেই তা প্রত্যাখ্যান করে আসছে। পহেলগামে হামলার দুই সপ্তাহ পর পাকিস্তানের নয় স্থানে হামলা চালায় নয়াদিল্লি।


ভারতের হামলার পর পাকিস্তানের সঙ্গে সীমান্তে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। পাকিস্তান জানিয়েছে, তারা ওই হামলার জবাবে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভ‚পাতিত করেছে। ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের পর এই প্রথম পরমাণু অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের মধ্যে এত বড় সামরিক সংঘর্ষ ঘটলো। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে অন্তত ১২টি দেশের ক‚টনীতিকদের জানিয়েছে, পাকিস্তান যদি জবাব দেয়, তাহলে ভারতও আবার পাল্টা জবাব দেবে। এর ফলে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা আরও বেড়েছে।

যাযাদি/আর