যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হচ্ছে সিরিয়া
প্রকাশ | ১৪ মে ২০২৫, ১৪:১৮ | আপডেট: ১৪ মে ২০২৫, ১৪:৩২

সিরিয়ার ওপর আরোপ করা দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আর এই ঘোষণাকে ঘিরে সিরিয়ায় দেখা গেছে জনতার উচ্ছ্বাস।
গত মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে বক্তৃতাকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিকল্পনা করছেন বলে ঘোষণা দিয়েছেন।
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সিরিয়ার ওপর আরোপ করা দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবেন।
সিরিয়ার সাবেক শাসক বাশার আল–আসাদের আমলে দেশটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র।
বক্তৃতায় ট্রাম্প বলেছেন, সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার সময় এসেছে। তিনি আরও জানান, এই পদক্ষেপ তাদের মহত্ত্বের সুযোগ দেবে।
নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিকল্পনার কথা জানাতে গিয়ে রিয়াদে সৌদি-যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরামে দেয়া বক্তব্যে ট্রাম্প জানান,
‘সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সাথে আলোচনা করার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।’
ট্রাম্পের এই ঘোষণার পরিপ্রেক্ষিতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে বলেছে,
ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর ক্ষমতা দখলকারী আহমেদ আল-শারার নেতৃত্বাধীন সিরিয়ার সরকারের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার একটি উল্লেখযোগ্য জয়।
ট্রাম্পের বক্তব্যে, সিরিয়ার মানুষের বহু বছর ধরে প্রহসন, যুদ্ধ এবং হত্যাকাণ্ডের শিকার হওয়ার বিষয়টি উঠে আসে।
আর এই কারণেই ট্রাম্প প্রশাসন এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র এবং সিরিয়ার মধ্যে স্বাভাবিক সম্পর্ক পুনরুদ্ধারের দিকে প্রথম পদক্ষেপ নিয়েছে বলেও জানান।
সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এক দশকেরও বেশি সময় ধরে কার্যকর ছিল।
আর এর উদ্দেশ্য ছিল সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের একনায়কতন্ত্রের বিরুদ্ধে অবস্থান এবং অর্থনৈতিকভাবে সিরিয়াকে চাপে রাখা।