ভারত–পাকিস্তানের পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার

প্রকাশ | ১৪ মে ২০২৫, ১৫:২২ | আপডেট: ১৪ মে ২০২৫, ১৬:০৪

যাযাদি ডেস্ক
ফাইল ছবি

যুদ্ধবিরতি কার্যকর হলেও ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমেনি। 

আর এর মধ্যেই দেশ দুটি পরস্পরের হাইকমিশনের একজন করে কর্মকর্তাকে গোয়েন্দাগিরির অভিযোগে বহিষ্কার করেছে। 

গত মঙ্গলবার ইসলামাবাদে  ভারতীয় হাইকমিশনের একজন কর্মীকে ‘পারসোনা নন গ্রাটা’  (অবাঞ্ছিত ব্যক্তি)  ঘোষণা করে পাকিস্তান।

তার কর্মকাণ্ড কূটনৈতিক মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও উল্লেখ করেছে ইসলামাবাদ।

বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান সরকার ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের একজন কর্মীকে ‘অসঙ্গতিপূর্ণ কার্যকলাপে’ জড়িত থাকার জন্য অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে।’

এছাড়া পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই কর্মকর্তাকে ২৪ ঘন্টার মধ্যে পাকিস্তান ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
 
এর আগে, ভারত গুপ্তচরবৃত্তির অভিযোগে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনে কর্মরত একজন পাকিস্তানি কর্মকর্তাকে বহিষ্কার করে।
 
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘ওই কর্মকর্তা ভারতে তার সরকারি মর্যাদার সাথে সঙ্গতিপূর্ণ নয় এমন কার্যকলাপে লিপ্ত ছিলেন এবং তাকে দেশ ত্যাগের জন্য ২৪ ঘন্টা সময় দেয়া হয়েছে।’
 
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে হামলার জেরে ভারত-পাকিস্তানের সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। 

কয়েকদিনের সংঘাতের পর গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় ভারত ও পাকিস্তানের। 

কিন্তু যুদ্ধবিরতি চলার মধ্যেই পরস্পরের কূটনৈতিক বহিষ্কারের ঘটনা ঘটল।