কোনও অবস্থাতেই মোদীকে বিশ্বাস করা যাবে না: ইমরান

প্রকাশ | ১৪ মে ২০২৫, ১৭:৪২ | আপডেট: ১৪ মে ২০২৫, ১৮:২৪

যাযাদি ডেস্ক
ছবি : সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান

ভারত-পাকিস্তান সংঘাতে জেল থেকে দেশবাসীকে সাবধান করলেন সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ভারত প্রতিশোধ নিতে পারে বলে জানালেন তিনি। কোনও অবস্থাতেই যাতে ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বাস না করা হয়, সেই বার্তাও দিয়েছেন। 

জেলে ইমরানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁর বোন আলিমা খান। তাঁর মাধ্যমে সাবধানবাণী শুনিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। পরে ইমরানের এক্স হ্যান্ডলেও তাঁর বার্তা প্রকাশ করা হয়েছে। যদিও জেলবন্দি ইমরান সরাসরি এক্স হ্যান্ডলটি নিয়ন্ত্রণ করতে পারেন না।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ইমরানের বোনকে উদ্ধৃত করে সাবেক প্রধানমন্ত্রীর বার্তা জানিয়েছে। ইমরান বলেছেন, ‘‘ভারত এবং পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে সবসময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রয়োজন। পাকিস্তানকে এখন সতর্ক থাকতে হবে। কারণ মোদী অবশ্যই প্রতিশোধ নেবেন।’’

 ইমরানের এক্স হ্যান্ডলের পোস্ট অনুযায়ী, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন তিনি। বলেছেন, ‘‘এই দেশ আমার, সেনাবাহিনীও আমার, আমি এ কথা সব সময় বলে এসেছি। আমাদের সেনা আকাশপথে এবং স্থলপথে মোদীকে পরাস্ত করেছে।’’ ইমরানের দাবি, পাকিস্তানের সাধারণ মানুষকে নিশানা করেছিল ভারত। ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করেছেন তিনি। 

তিনি বলেছেন, ‘‘ভারতের কাপুরুষোচিত হামলায় পাকিস্তানের যে সমস্ত সাধারণ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তাদের পাশে আছি। পাক বায়ুসেনা দুর্দান্ত কাজ করেছে।’