ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের প্রধান বিমানবন্দর বন্ধ

প্রকাশ | ১৮ মে ২০২৫, ১০:৩০ | আপডেট: ১৮ মে ২০২৫, ১২:৪৫

যাযাদি ডেস্ক
ইসরায়েলের প্রধান ও সবচেয়ে ব্যস্ততম বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর

ইসরাইলের প্রধান ও সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর হলো বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। 

ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরাইলের এই বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার সাময়িকভাবে এটি বন্ধ করা হয়। 

ইসরাইলের সামরিক বাহিনী বলছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। 

অন্যদিকে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার জেরে ইসরাইলের মধ্যাঞ্চলজুড়ে সতর্কতাস্বরূপ সাইরেন বাজানো হয় বলেও জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।

সামরিক বাহিনীর বরাতে  ইসরাইলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, ইসরাইল অভিমুখে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করা হয়েছিল ইয়েমেন থেকে যা সফল হয়নি।

প্রসঙ্গত, ইয়েমেনের ইরানসমর্থিত হুতি বিদ্রোহীরা ইসরাইলকে নিশানা করে তাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। 

হুতিদের ভাষ্য, ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নির্বিচার হামলার প্রতিবাদে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলা করছে।

এর আগে, চলতি মাসের শুরুর দিকে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত হেনেছিল। 

তখন বিমানবন্দরের একটি সড়ক ও একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। কয়েক ঘণ্টার জন্য উড়োজাহাজের ওঠানামা বন্ধ রাখা হয়।