ভারতের অনুরোধ প্রত্যাখ্যান, পাকিস্তানের আকাশে নিষিদ্ধ

প্রকাশ | ১৯ মে ২০২৫, ১১:৫০

যাযাদি ডেস্ক
ছবি সংগৃহিত

ভারতের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়াচ্ছে পাকিস্তান।  

একটি সুত্র জানায় ভারত আকাশ উন্মুক্ত করার জন্য পাকিস্তানকে অনুরোধ করেছে। কিন্তু পাকিস্তান সে অনুরোধ প্রত্যাখ্যান করেছে। 

আগামী সপ্তাহে এই মেয়াদ বাড়ানো হবে বলে জানা গেছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইন্টারন্যাশনাল নিউজ। 

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন নিহতের ঘটনার জেরে গত ২৩ এপ্রিল ভারত একতরফাভাবে পাকিস্তানের জন্য আকাশসীমা এক মাসের জন্য বন্ধ করে দেয়।  

পালটা জবাবে পরেরদিন ইসলামাবাদও একই প্রতিক্রিয়া জানায়।

আকাশসীমা বন্ধের বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগে বিমান চলাচল বিভাগের পক্ষ থেকে একটি নোটাম জারি করা হবে।  

সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ সূত্রগুলো শনিবার দ্য নিউজকে জানিয়েছে, পাকিস্তানকে আকাশসীমা বন্ধের পদক্ষেপ নিতে বাধ্য করা পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় যথাযথ প্রক্রিয়ায় সিদ্ধান্ত ঘোষণা করা হবে। 

সূত্রগুলো আরও জানিয়েছে, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নিয়ম অনুসারে কোনও সদস্য দেশ একবারে এক মাসের বেশি তার আকাশসীমা বন্ধ করতে পারে না।

প্রসঙ্গত, পেহেলগাম হামলাকে কেন্দ্র করে গত কয়েক দশক ধরে চলা ভারত-পাকিস্তানের মধ্যে সর্বশেষ উত্তেজনা শুরু হয় গত ৭ মে। 

সেদিন  পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৩১ বেসামরিক নাগরিককে হত্যা করে। 

পালটা জবাবে, পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে তিনটি রাফায়েল। এছাড়া কয়েক ডজনও ড্রোনও ধ্বংস করে ইসলামাবাদ।  

চারদিনের এই সংঘাতে ভারতের হাতে কমপক্ষে ১১ সেনা এবং ৪০ বেসামরিক নাগরিক নিহত হন বলে জানা গেছে।