যুক্তরাষ্ট্রে আবারো নতুন ঝড়ের শঙ্কা
প্রকাশ | ১৯ মে ২০২৫, ১২:৩৭

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে ২৮ জনের মৃত্যু হয়েছে। আবারো নতুন ঝড়ের আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের কেনটাকি, মিসৌরি ও ভার্জিনিয়া রাজ্যে টর্নেডো ও ঝড়বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন অন্তত ২৮ জন। শনিবার রাত থেকে রোববার পর্যন্ত চলা এই ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেনটাকি রাজ্য। এপি জানায় সেখানে দক্ষিণ-পূর্বাঞ্চলের লরেল কাউন্টিতে ১৯ জনের প্রাণহানির খবর পাওয়া যায়।
টর্নেডোতে কয়েকশ’ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উল্টে পড়েছে বহু যানবাহন, অনেকেই হয়েছেন ঘরছাড়া। এছাড়া সেখানকার বাসিন্দারা ধ্বংসস্তূপের মধ্যে থেকে নিজেদের জিনিসপত্র উদ্ধার করার চেষ্টা করছেন, আর সামনে আরও ঝড় আসার আশঙ্কায় রয়েছেন উৎকণ্ঠায়।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, দেশের মধ্যাঞ্চলে আরো কয়েকদিন ধরে বজ্রঝড়, ভারি বৃষ্টিপাত ও নতুন করে টর্নেডো হওয়ার আশঙ্কা রয়েছে।
রোববার (১৮ মে) টেক্সাসের মিংগাস শহরের কাছে একটি বিপজ্জনক ও বড় আকারের টর্নেডোর খবর পাওয়া যায়, যেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য মিলেছে। তবে এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানায় স্থানীয় দপ্তর।
ক্যানসাস, ওকলাহোমা ও নেব্রাস্কার কিছু অংশে বড় আকারের শিলাবৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে, যেগুলোর আকার টেনিস বলের সমান হতে পারে। পাশাপাশি মিসৌরি ও ক্যানসাসেও ঘণ্টায় ৯৭ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।