ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি
প্রকাশ | ২০ মে ২০২৫, ১৩:০৫

ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা থেকে শান্তিপূর্ণ অবস্থানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আজ মঙ্গলবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
৩০ মে’র মধ্যে সেনা প্রত্যাহারে মাধ্যমে যুদ্ধকালীন অবস্থা থেকে আগের অবস্থানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত হয়।
জানা গেছে, ৩০ মে-র মধ্যে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্তে তাদের সশস্ত্র বাহিনীকে শান্তিকালীন অবস্থানে ফিরিয়ে আনার জন্য পাকিস্তান ও ভারত একটি পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে।
সূত্র বলছে, উভয় দেশের সামরিক নেতৃত্ব বিশেষ করে ডিরেক্টর জেনারেলস অব মিলিটারি অপারেশনস, পর্যায়ক্রমিক সেনা প্রত্যাহার নিয়ে সক্রিয়ভাবে সমন্বয় করছেন।
চলতি মাসের শুরুতে দেশ দুটির মধ্যে চরম সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর এই পদক্ষেপকে অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
কর্মকর্তারা এটিকে “আস্থা গড়ে তোলার ধারাবাহিক উদ্যোগ” হিসেবে বর্ণনা করেছেন, যা এই এলাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি করছে।
একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেছেন, “যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে সেনা প্রত্যাহার হচ্ছে।”
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।