ইসরাইল শখের বশে গাজার শিশুদের হত্যা করছে: ইয়ার গোলান
প্রকাশ | ২০ মে ২০২৫, ১৭:১৫ | আপডেট: ২০ মে ২০২৫, ১৭:২১

ইসরাইল এখন শখের বশে গাজার শিশুদের হত্যা করছে। এমন মন্তব্য করেছেন, ইসরাইলের বিরোধী দল ডেমোক্র্যাটস'র নেতা ইয়ার গোলান।
ইসরাইলি পাবলিক ব্রডকাস্টার কেএএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।
এছাড়া গাজায় চলমান যুদ্ধ ও বর্তমান সরকার নিয়ে কঠোর সমালোচনা করেছেন।
তিনি বলেন, যদি আমরা একটি সুস্থ ও বিবেকবান রাষ্ট্র হিসেবে আচরণে না ফিরি, তবে ইসরাইল দক্ষিণ আফ্রিকার মতো একঘরে রাষ্ট্রে পরিণত হবে।
একটি সুস্থ রাষ্ট্র কখনো বেসামরিক মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে না, শিশুদের হত্যা করে না ও জনসংখ্যা উচ্ছেদের মতো লক্ষ্য নির্ধারণ করে না বলেও মন্তব্য করেন।
অন্যদিকে সরকারের নীতিকে ‘প্রতিহিংসাপরায়ণ ও নৈতিকতাবর্জিত’ উল্লেখ করেন।
ইসরাইলের অভ্যন্তরে সরকারের যুদ্ধনীতি ও মানবিক বিপর্যয় নিয়ে সমালোচনা দিন দিন তীব্র হচ্ছে।
গোলানের এই বক্তব্য সেই ক্ষোভেরই একটি প্রকাশ। এদিকে, তার এই বক্তব্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারের সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
গোলানের বক্তব্যকে ‘অপবাদ’ ও ‘বন্য উসকানি’ হিসেবে বর্ণনা করেছেন নেতানিয়াহু।