জনপ্রিয়তা কমেছে ডোনাল্ড ট্রাম্পের 

প্রকাশ | ২১ মে ২০২৫, ১৫:১১

যাযাদি ডেস্ক
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থনের হার আরও কমেছে। চলতি সপ্তাহে এই হার কমে ৪২ শতাংশে দাঁড়িয়েছে।  

রয়টার্স/ইপসোস-এর করা এক নতুন জনমত জরিপে এমন তথ্য জানা গেছে।

তিন দিন ধরে চালানো এ জরিপ গত রোববার শেষ হয়। এতে দেখা যায়, ট্রাম্পের প্রতি সমর্থন গত সপ্তাহের তুলনায় সামান্য কমেছে। 

রয়টার্স/ইপসোসের করা আগের সপ্তাহের জরিপে ৪৪ শতাংশ মার্কিন নাগরিক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কার্যক্রম সমর্থন করেছিলেন। 

এবার সেই হার ৪২ শতাংশে নেমেছে। জরিপে ৩ শতাংশ পয়েন্ট পর্যন্ত (মার্জিন অব এরর) ভুলত্রুটির সুযোগ আছে।

ঐতিহাসিক মানদণ্ড অনুসারে এ জনপ্রিয়তার হার তুলনামূলক কম হলেও, ট্রাম্পের বর্তমান জনপ্রিয়তা তাঁর প্রথম মেয়াদের বেশির ভাগ সময়ের তুলনায় বেশি। 

একই সঙ্গে, এ হার তাঁর ডেমোক্র্যাট পূর্বসূরি জো বাইডেনের জনপ্রিয়তার চেয়ে বেশি।

বিশেষ করে ২০২১-২০২৫ মেয়াদের দ্বিতীয়ার্ধে বাইডেনের যে জনপ্রিয়তা ছিল, তার তুলনায় এখনো বেশি জনপ্রিয় ট্রাম্প।

গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করার পরপর চালানো জনমত জরিপগুলোর ফলাফলে ট্রাম্পের জনপ্রিয়তার হার সর্বোচ্চ ছিল। 

তখন এ হার ছিল ৪৭ শতাংশ। সাম্প্রতিক সপ্তাহগুলোয় তাঁর প্রতি জনসমর্থন কমলেও তাতে খুব একটা পরিবর্তন হতে দেখা যায়নি।

নতুন জরিপে অংশ নেওয়া মাত্র ৩৯ শতাংশ মানুষ বলেছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে ভালো করছেন। 

গত সপ্তাহেও দেশের অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে ট্রাম্পের প্রতি সমর্থনের হার একই ছিল।

সর্বশেষ রয়টার্স/ইপসোস জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৩৩ শতাংশ বলেছেন, জীবনযাপনের ব্যয়সংক্রান্ত বিষয়টি ট্রাম্প ভালোভাবে সামাল দিচ্ছেন।

আগের সপ্তাহের জরিপে এ ক্ষেত্রে ট্রাম্পের প্রতি জনসমর্থনের হার ৩১ শতাংশ ছিল, যা এ সপ্তাহে সামান্য বেড়েছে।