যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ইসরায়েলি দূতাবাসের ২ কর্মী নিহত

প্রকাশ | ২২ মে ২০২৫, ১০:৫৩

যাযাদি ডেস্ক
ছবি সংগৃহিত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি ইহুদি জাদুঘরের বাইরে বন্দুক হামলায় ইসরায়েলি দূতাবাসের দুজন কর্মী নিহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ক্যাপিটাল ইহুদি জাদুঘরের একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী বন্দুক হামলার শিকার হন। এই হামলা উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে বলে মনে করা হচ্ছে। 

স্থানীয় সময় বুধবার রাত ৯:০৫ মিনিটে তৃতীয় এবং এফ স্ট্রিটস এনডব্লিউ-এর কাছাকাছি গুলি চালানোর ঘটনা ঘটে, ওই এলাকায় এফবিআইয়ের ওয়াশিংটন ফিল্ড অফিসসহ অসংখ্য পর্যটন স্থান, জাদুঘর এবং সরকারি ভবন রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি দূতাবাসের একাধিক কর্মী জাদুঘরের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নয়েম ‘এক্স’ পোস্টে বলেছেন, “ওয়াশিংটন ডিসির ইহুদি জাদুঘরের কাছে আজ রাতে দুজন ইসরায়েলি দূতাবাস কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দয়া করে ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য প্রার্থনা করুন। আমরা এই বিকৃত অপরাধীকে বিচারের আওতায় আনব।”

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত এই ঘটনাকে ‘ইহুদি-বিরোধী সন্ত্রাসবাদের জঘন্য কাজ’ বলে অভিহিত করেছেন।

রাষ্ট্রদূত ড্যানি ড্যানন ‘এক্স’ পোস্টে লিখেছেন, “কূটনীতিক এবং ইহুদি সম্প্রদায়ের ক্ষতি করা একটি লাল রেখা অতিক্রম করছে। আমরা নিশ্চিত যে, মার্কিন কর্তৃপক্ষ এই অপরাধমূলক কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’

বিবিসি প্রতিবেদন বলছে, এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং শহরের বেশ কয়েকটি প্রধান রাস্তা বন্ধ করে দিয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের একজন পুরুষ এবং একজন নারী হিসেবে শনাক্ত করা হয়েছে, তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

ইসরায়েলি দূতাবাসের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, জাদুঘরে অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় দুই কর্মীকে ‘কাছ থেকে’ গুলি করা হয়েছে।

মুখপাত্র তাল নাইম কোহেন বলেন, “স্থানীয় ও ফেডারেল উভয় স্তরের আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের উপর আমাদের পূর্ণ আস্থা আছে যে, তারা বন্দুকধারীকে গ্রেপ্তার করবে এবং সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতিনিধি এবং ইহুদি সম্প্রদায়কে রক্ষা করবে।”

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, গুলি চালানোর সময় ইসরায়েলি রাষ্ট্রদূত জাদুঘরের অনুষ্ঠানে ছিলেন না বলে জানা গেছে।

হামলাকারীর খোঁজ চলছে। সন্দেহভাজন ব্যক্তি নীল জিন্স ও নীল জ্যাকেট পরা একজন পুরুষ।

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক্স-এ পোস্ট করে এই আক্রমণকে ‘ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন।

ক্রমবর্ধমান ইহুদি-বিদ্বেষের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য অনেক ইহুদি প্রতিষ্ঠানের মতো ক্যাপিটাল ইহুদি জাদুঘরও নিরাপত্তা সমস্যা নিয়ে লড়াই করছে।

জাদুঘরটির নির্বাহী পরিচালক বিট্রিস গুরউইটজ এর আগে বিবৃতিতে বলেছিলেন, “শহরজুড়ে, সারা দেশে ইহুদি প্রতিষ্ঠানগুলো, কিছু প্রতিষ্ঠানের মুখোমুখি হওয়া কিছু অত্যন্ত ভীতিকর ঘটনার কারণে এবং ইহুদি-বিদ্বেষের পরিবেশের কারণে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।”