ইয়েমেন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা
প্রকাশ | ২৫ মে ২০২৫, ১৫:৩৬

ইয়েমেন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, ইয়েমেনের কিছু অংশে বিমান হামলার সতর্কতা জারির পর তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা। এ খবর দিয়েছে আল জাজিরা।
টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমের কাছে, অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণ বসতিগুলোতে এবং ডেড সীর কাছে সাইরেন বেজে উঠেছে।
গত বৃহস্পতিবারও (২২ মে) ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। সে সময় ইসরাইলি সামরিক বাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি মধ্য ইসরায়েলে আঘাত হানার আগেই তা প্রতিহত করা সম্ভব হয়েছে।
গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে জাহাজের ওপর হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তারা।
গত ৪ মে তেল আবিবের বাইরে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছেও ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়। এর ফলে বেশ কয়েকজন আহত হন এবং সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়। সে সময় বেশ কয়েকটি বড় এয়ারলাইন্স বিমানবন্দরে তাদের পরিষেবা বাতিল করে।