আরব আমিরাতে সর্বোচ্চ তাপমাত্রা ৫১.৬ ডিগ্রি

প্রকাশ | ২৫ মে ২০২৫, ১৭:০১

যাযাদি ডেস্ক
ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) টানা দ্বিতীয় দিনের মতো মে মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। 

শনিবার (২৪ মে) দেশটির আল-আইনের স্বেইহানে ইউএই সময় দুপুর ১টা ৪৫ মিনিটে তাপমাত্রা ৫১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।

এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, এই তাপমাত্রা শুক্রবার আবুধাবি অঞ্চলে রেকর্ড হওয়া ৫০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের তুলনায় ১ দশমিক ২ ডিগ্রি বেশি।

এর আগে মে মাসে সংযুক্ত আরব আমিরাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা ২০০৯ সালে রেকর্ড করা হয়েছিল। নতুন রেকর্ড অনুযায়ী সেটিও ছাড়িয়ে গেছে।

বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানিকারক এই মরুভূমি দেশটি এমনিতেই পৃথিবীর সবচেয়ে উষ্ণ অঞ্চলগুলোর একটি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলেই বিবেচিত।

বিজ্ঞানীরা বলছেন, ঘন ঘন তাপপ্রবাহ (হিটওয়েভ) জলবায়ু পরিবর্তনের একটি সুস্পষ্ট লক্ষণ এবং ভবিষ্যতে এসব তাপপ্রবাহ আরও ঘন ঘন, দীর্ঘস্থায়ী ও তীব্র হয়ে উঠবে।

গত তিন দশকে বিশ্বব্যাপী অতিমাত্রায় গরম দিনের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

২০২২ সালে গ্রিনপিস পরিচালিত এক গবেষণায় দেখা যায়, জলবায়ু পরিবর্তনের ফলে মধ্যপ্রাচ্য চরম তাপপ্রবাহ, পানি ও খাদ্য সংকটের উচ্চ ঝুঁকিতে রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতসহ ছয়টি দেশকে নিয়ে করা ওই গবেষণায় বলা হয়, এই অঞ্চলটি বৈশ্বিক গড়ের চেয়ে প্রায় দ্বিগুণ গতিতে উষ্ণ হয়ে উঠছে, ফলে এখানকার খাদ্য ও পানি সরবরাহ ব্যবস্থা জলবায়ু পরিবর্তনের কারণে ‌'চরমভাবে ঝুঁকিপূর্ণ' হয়ে পড়েছে।