পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ৯ ভারত-সমর্থিত সন্ত্রাসী নিহত
প্রকাশ | ২৬ মে ২০২৫, ১৩:৪১

পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়ায় পৃথক তিন অঞ্চলে সেনাবাহিনীর গুলিতে ৯ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন।
পাকিস্তান দাবি করেছে, নিহতরা ‘ভারত সমর্থিত’ সন্ত্রাসী। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআরের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভত্তিতে গতকাল গত শনিবার রাতে খাইবার পাকতুনখাওয়ার দেরা ঈসমাইল খান বিভাগে অভিযান চালায় সেনাবাহিনী। সেখানে ভারত সমর্থিত ‘খারেজিরা’ অবস্থান করছে বলে তথ্য ছিল সেনাবাহিনীর কাছে। ওই সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে চার সন্ত্রাসী নিহত হয়।
এরপর সেনাবাহিনী অভিযান চালায় ট্যাংক বিভাগে। সেখানেও গোলাগুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়। এছাড়া খাইবার বিভাগের বাগ এলাকায় আরেকটি অভিযানে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। এসব পৃথক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
২০২১ সালে আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতায় তালেবান গোষ্ঠী বসার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা যেমন খাইবার পাকতুনখাওয়া ও বেলুচিস্তানে প্রায়ই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে।
তবে চলতি বছরের প্রথম দিকে নিরাপত্তা ব্যবস্থায় কিছুটা উন্নতি করতে সক্ষম হয়েছে পাকিস্তান সরকার। এই সময়ে সেনা অভিযান বেড়েছে এবং বন্দুকযুদ্ধে অনেক সন্ত্রাসী নিহত হয়েছে।