‘জুনে আড়াই লাখের বেশি আফগান নাগরিক ইরান ছেড়েছে’
প্রকাশ | ০১ জুলাই ২০২৫, ১০:০০

জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, শুধুমাত্র জুন মাসেই আড়াই লাখের বেশি আফগান নাগরিক ইরান ত্যাগ করেছেন।
প্রত্যাবাসনের জন্য তেহরান কঠোর সময়সীমা নির্ধারণ করার পর থেকে তাদের আফগানিস্তানে প্রত্যাবর্তনের হার বৃদ্ধি পেয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, জুন মাসে একদিনে ২৮ হাজার আফগান ইরান ত্যাগ করার রেকর্ড গড়েছে।
এর আগে ইরানি সরকার ৬ জুলাইয়ের মধ্যে সব অনিবন্ধিত আফগানকে দেশ ত্যাগ করার নির্দেশ দেয়।
মূলত ২০২১ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর থেকে প্রতিবেশী ইরানে আফগান শরণার্থীর সংখ্যা বেড়েছে, যাদের অনেকেই আইনি মর্যাদা ছাড়াই বসবাস করছেন।
এটি ইরানে আফগান-বিরোধী মনোভাব বৃদ্ধি করেছে এবং শরণার্থীরা পদ্ধতিগত বৈষম্যের সম্মুখীন হচ্ছেন।
আইওএম জানায়, জানুয়ারি থেকে এখন পর্যন্ত সাত লাখের বেশি আফগান ইরান ত্যাগ করেছেন এবং তাদের মধ্যে ৭০ শতাংশকে বাধ্যতামূলকভাবে ফেরত পাঠানো হয়েছে।
ইরান-ইসরায়েল সংঘর্ষের প্রেক্ষাপটে, ইরান কর্তৃপক্ষ আফগানদের ওপর আরও চাপ সৃষ্টি করেছে।
জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘর্ষ শুরু হলে, ইরান আফগানদের বিরুদ্ধে দেশদ্রোহিতা এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্যাপক ধরপাকড় চালাতে শুরু করে।
আফগানিস্তানে জাতিসংঘের শরণার্থী সমন্বয়কারী আরাফাত জামাল বলেছেন যে ইসরায়েল ও ইরানের মধ্যে এখন যুদ্ধবিরতি হলেও, "সেই যুদ্ধের পরিণতি অব্যাহত রয়েছে।
তার কথায়, এই আন্দোলন (আফগানকের ফেরত পাঠানো) যুদ্ধের আগের, কিন্তু এর ফলে এটি আরও তীব্র হয়েছে।"
জাতিসংঘের পরিচালক বলেন, সীমান্তে মানবিক ব্যবস্থা "অতিরিক্ত" ছিল, অনেক বেশি লোক ফিরে আসছে।"
তালেবান সরকারের উপ-প্রধানমন্ত্রী মৌলভী আব্দুল সালাম হানাফি শনিবার বলেছেন যে এই বিষয়টি নিয়ে ইরানি কর্মকর্তাদের সাথে আলোচনা চলছে।
তালেবানের পরিবহনমন্ত্রী আরও বলেছেন যে তারা সীমান্ত থেকে শরণার্থীদের তাদের বাড়িতে পৌঁছে দেয়ার প্রচেষ্টা ত্বরান্বিত করছে। সূত্র : বিবিসি