মামদানির কাছে ক্ষমা চাইলেন সিনেটর গিলিব্র্যান্ড
প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ০৯:৩৭

সিনেটর কির্সটেন গিলিব্র্যান্ড (ডি-নিউ ইয়র্ক) নিউ ইয়র্ক সিটির মেয়রপ্রার্থী জোহরান মামদানির কাছে তাঁর অতীতে 'গ্লোবাল জিহাদ' সমর্থনের অভিযোগের জন্য ক্ষমা চেয়েছেন বলে জানা গেছে।
সোমবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্পের 'বিগ, বিউটিফুল বিল'-এ ভোট গ্রহণ চলাকালে মামদানি ও গিলিব্র্যান্ডের মধ্যে ফোনে কথা হয়।
বিবৃতিতে বলা হয়, 'গিলিব্র্যান্ড মামদানির রেকর্ড ভুলভাবে উপস্থাপনের জন্য এবং ফোনালাপে তার কণ্ঠস্বর ও ভাষার জন্য ক্ষমা প্রার্থনা করেন।'
সংবাদপত্রের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলে গিলিব্র্যান্ডের অফিস সিএনএন রিপোর্টার এডওয়ার্ড-আইজ্যাক ডোভের-এর এক্স প্ল্যাটফর্মে করা একটি পোস্টের দিকে ইঙ্গিত করে, যেখানে কথোপকথনের একটি স্ক্রিনশট রয়েছে বলে মনে করা হয়।
সম্প্রতি রেডিও হোস্ট ব্রায়ান লেরারের ডব্লিউএনওয়াইসি অনুষ্ঠানে অংশ নিয়ে গিলিব্র্যান্ড বলেছিলেন, মামদানির কিছু প্রকাশ্য বক্তব্য নিয়ে নিউ ইয়র্কের অনেক ভোটার উদ্বিগ্ন।
তিনি বলেন, মামদানি “গ্লোবাল ইন্তিফাদা”–র সমর্থনে কথা বলেছেন এবং সেই সাথেই “গ্লোবাল জিহাদ” কথাটি ব্যবহার করেছেন—যদিও পরে তাঁর যোগাযোগ পরিচালক এক্স-এ একটি পোস্টে জানান, তিনি ভুল করে কথাটি বলেছেন।
অনুষ্ঠানে গিলিব্র্যান্ড বলেন, 'এটি অত্যন্ত গুরুতর বিষয়, কারণ যারা ইহুদিদের গণহত্যাকে মহিমান্বিত করে, তারা আমাদের সমাজে ভয় সৃষ্টি করে। 'গ্লোবাল ইন্তিফাদা' কথাটি বোঝায় ইসরায়েল ধ্বংস ও সব ইহুদিকে হত্যা করার ডাক।'
তিনি আরও বলেন, 'মি. মামদানি যদি আমাদের মেয়র নির্বাচিত হন, তবে তাঁকে সব নিউ ইয়র্কবাসীকে নিশ্চিত করতে হবে যে তিনি ইহুদি সম্প্রদায়, উপাসনালয় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সহায়তা প্রদানকারী অলাভজনক সংস্থাগুলোর নিরাপত্তা নিশ্চিত করবেন।'