‘ওদেরও দেশ থেকে বের করে দাও’: ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১৫:২৪

আন্তর্জাতিক ডেস্ক
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার এমন কিছু মার্কিন নাগরিকদের ‘দেশ থেকে বের করে দেওয়ার’ দাবি তুলেছেন, যারা সহিংস অপরাধে যুক্ত। তাঁর মতে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত -এমনকি তারা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেও।

ফ্লোরিডায় একটি অভিবাসী আটক কেন্দ্র পরিদর্শনের সময় ট্রাম্প বলেন, ‘ওরা নতুন নয়, ওরা অনেক পুরোনো। অনেকেই এই দেশেই জন্ম নিয়েছে। কিন্তু যারা মানুষকে বেসবল ব্যাট দিয়ে পেটায় বা ছুরি মারে- ওদের দেশ থেকে বের করে দেওয়া উচিত। এটা আমাদের পরবর্তী কাজ হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, ওদেরও এখান থেকে বের করে দেওয়া উচিত। সত্যি বলতে গেলে, আমরা সেটা করতে পারি। হয়তো এটাই আমাদের পরের কাজ হবে।’

ট্রাম্প নিউ ইয়র্ক শহরের উদাহরণ দেন, যেখানে তাঁর মতে অনেক “দুর্ঘটনার মতো দেখতে ঘটনা” আসলে ইচ্ছাকৃত সহিংসতা।

তবে সংবিধান অনুযায়ী ট্রাম্পের এ নির্দেশনা বাস্তবায়ন করা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, মার্কিন নাগরিকদের, বিশেষ করে যারা জন্মসূত্রে নাগরিক, দেশ থেকে তাড়িয়ে দেওয়া যায় না। ট্রাম্প যদি সত্যিই এমন কিছু করার চেষ্টা করেন, তাহলে তা হবে অসাংবিধানিক এবং আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে।

আইন বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের মন্তব্য আইনের পরিপন্থী এবং খুবই বিপজ্জনক।
অনেকের মতে, এটি সম্ভবত রাজনৈতিক বক্তব্য, যা সহিংস অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান দেখানোর জন্য বলা হয়েছে।

তবে অনেকে আশঙ্কা করছেন, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত বার্তা, যা অভিবাসী এবং সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করার চেষ্টা।