গাজার ৮৫% এলাকা এখন ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে : জাতিসংঘ

মানবিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে

প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৫:৫১

আন্তর্জাতিক ডেস্ক
সংগৃহীত

জাতিসংঘ জানিয়েছে, গাজা উপত্যকার প্রায় ৮৫% এলাকা বর্তমানে ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণাধীন কিংবা উচ্ছেদ আদেশের আওতাভুক্ত। অথবা এই দুটি অবস্থা একত্রে বিদ্যমান। এর ফলে মানবিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে, এবং প্রয়োজনে থাকা মানুষের কাছে সহায়তা পৌঁছাতে ব্যাপক বাধার সম্মুখীন হতে হচ্ছে।

জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েলের সর্বশেষ উচ্ছেদ আদেশে খান ইউনুসের দুটি এলাকা, যেখানে প্রায় ৮০ হাজার মানুষ বসবাস করেন, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবায় কাজ করা জাতিসংঘের অংশীদাররা বলছেন, আল সাতার নামের একটি গুরুত্বপূর্ণ জলাধার অপবাহ্য হয়ে পড়েছে। এটি খান ইউনুস শহরের প্রধান পানিবণ্টন কেন্দ্র এবং ইসরায়েলি পাইপলাইনের মাধ্যমে সরবরাহকৃত পানির মূল বিতরণ পয়েন্ট।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এই জলাধারটি ক্ষতিগ্রস্ত হলে শহরের পুরো পানিবণ্টন ব্যবস্থা ধসে পড়তে পারে, যার ফলে মারাত্মক মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।’

ডুজারিক আরও বলেন, এই ধরনের উচ্ছেদ আদেশ vital services বা মৌলিক সেবাসমূহের উপর চরম চাপ সৃষ্টি করছে এবং মানুষের সংখ্যা সীমিত ছোট এলাকায় গাদাগাদি করে বসবাস করতে বাধ্য হচ্ছে।

বিপুল সংখ্যক লোক বারবার উচ্ছেদের শিকার: মার্চ মাসে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে গাজায় প্রায় ৭ লক্ষ ১৪ হাজার মানুষ আবার উচ্ছেদ হয়েছে। চলতি সপ্তাহের রবিবার থেকে সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় উচ্ছেদ হয়েছে প্রায় ২৯ হাজার মানুষ।

আশ্রয় সংকট ভয়াবহ: গত চার মাসে কোনো আশ্রয় সহায়তা গাজায় প্রবেশ করতে পারেনি। জাতিসংঘের জরিপে দেখা গেছে, ৯৭% আশ্রয়স্থলে মানুষ খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে, যা পরিস্থিতির চরম মানবিক সংকট নির্দেশ করে।