সেই শিশুটিকে উদ্ধার করল ফায়ারকর্মীরা
প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৫:৫৭

মালয়েশিয়ার পেনাং রাজ্যের সেবেরাং পেরাইয়ের উপশহর নিবং তেবলে ধাতব গেটে মাথা আটকে যাওয়া দুই বছরের এক মেয়েকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৮টা ২৭ মিনিটে অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগকে জানানোর সাত মিনিট পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।
পরে তারা তামান জাওয়ি ইন্দাহের একটি নার্সারির গেটে আটকে থাকা শিশুটিকে উদ্ধার করে।
রাজ্য অগ্নিনির্বাপণ ও উদ্ধার অফিসের অপারেশন বিভাগের সহকারী পরিচালক জন সাগুন ফ্রান্সিস বলেন, আমরা যখন সেখানে পৌঁছাই, তখন আমরা শিশুটির মাথা আটকে থাকতে দেখতে পাই। আমরা খুব সাবধানে শিশুটিকে মুক্ত করেছি। সে অক্ষত রয়েছে। -
সূত্র: মালয়েশিয়া স্ট্রেইট টাইমস