গাজার সকল বন্দিদের ফিরিয়ে আনা হবে : নেতানিয়াহু

প্রকাশ | ০৪ জুলাই ২০২৫, ১০:০২

আন্তর্জাতিক ডেস্ক
সংগৃহীত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিধ্বস্ত গাজায় জঙ্গিদের হাতে আটক সকল বন্দিদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের ৬০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে সম্মতির কথা জানানোর পর বন্দিদের ফিরিয়ে আনার জন্য নেতানিয়াহুর ওপর তীব্র চাপ সৃষ্টি হয়েছে। এই যুদ্ধবিরতি বন্দিদের মুক্তির দিকে এগিয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।


নির ওজ কিবুতজের বাসিন্দাদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, "আমি গভীর অঙ্গীকার অনুভব করি, সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের সকল অপহৃত ব্যক্তিদের ফিরিয়ে আনা, সবাইকে।" উল্লেখ্য, ২০২৩ সালের হামাস হামলায় নির ওজ কিবুতজ সম্প্রদায়ই সর্বোচ্চ সংখ্যক বন্দি হারিয়েছে, যে হামলা এই যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছিল।
তিনি যোগ করেন, "আমরা তাদের সবাইকে ফিরিয়ে আনব।" তার কার্যালয় থেকে প্রকাশিত এক চিত্রায়িত বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
আগামী সপ্তাহে নেতানিয়াহু ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের সাথে বৈঠক করবেন, যেখানে মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির জন্য চাপ দেবেন বলে আশা করা হচ্ছে।
এই ঘটনাক্রমে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিনের এই সংঘাতে বেসামরিক নাগরিকদের ক্রমাগত মৃত্যুর পাশাপাশি বন্দিদের মুক্তির বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
গাজার বর্তমান পরিস্থিতি মানবিক সংকট আরও গভীর করেছে এবং এই যুদ্ধবিরতির প্রস্তাব অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।