স্থায়ী যুদ্ধবিরতির গ্যারান্টি চায় ইসলামি জিহাদ
প্রকাশ | ০৫ জুলাই ২০২৫, ০৬:৩৬

গাজায় চলমান সংঘাতের অবসানে আলোচনার উদ্যোগকে সমর্থন জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদ, তবে তারা এ আলোচনার সফল বাস্তবায়নের জন্য নির্দিষ্ট কিছু গ্যারান্টি দাবি করেছে।
শনিবার এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, তারা হামাস ও ইসরায়েলের মধ্যস্থতাকারীদের প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বেশ কিছু বিস্তারিত পয়েন্ট উপস্থাপন করেছে। পাশাপাশি তারা এমন নিশ্চয়তা চাইছে, যাতে করে বন্দিমুক্তির পর ইসরায়েল আবারও হামলা শুরু না করে।
“আমরা হামাসের কাছে মধ্যস্থতাকারীদের প্রস্তাব কার্যকর করার উপায় নিয়ে কিছু বিস্তারিত দিক উপস্থাপন করেছি। আমরা অতিরিক্ত কিছু গ্যারান্টি চাই যাতে নিশ্চিত হওয়া যায় যে, বন্দিমুক্তির পর ইসরায়েল নতুন করে আগ্রাসন শুরু করবে না,” — বলা হয়েছে ইসলামিক জিহাদের বিবৃতিতে।
ইসলামিক জিহাদ, যারা দীর্ঘদিন ধরে হামাসের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে কাজ করছে, এই আলোচনার সাপেক্ষে ইসরায়েলের ওপর আস্থাহীনতার কারণেই এমন নিশ্চয়তার দাবি জানিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ — কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র — গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে ইসরায়েল ও হামাসের মধ্যস্থতায় কাজ করছে। এর অংশ হিসেবেই ইসলামিক জিহাদকে আলোচনার বৃত্তে আনার চেষ্টা চলছে যাতে একটি সামগ্রিক ও স্থায়ী চুক্তি বাস্তবায়িত হতে পারে।
গোষ্ঠীটি পূর্বে বহুবার ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে এবং জানিয়ে এসেছে যে, বন্দিমুক্তির বিনিময়ে আসা শান্তিচুক্তিগুলো প্রায়শই অস্থায়ী হয়ে থাকে।
ইসলামিক জিহাদের ভূমিকা
ইসলামিক জিহাদ, যাদের অধিকাংশ সদস্য গাজা ও পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চলে সক্রিয়, আগেও হামাসের সঙ্গে যৌথভাবে ইসরায়েলবিরোধী প্রতিরোধে অংশ নিয়েছে। এই প্রথমবার নয় যে তারা আলোচনায় অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছে, তবে প্রতিবারই তারা নির্দিষ্ট নিরাপত্তা নিশ্চয়তা ও রাজনৈতিক প্রতিশ্রুতি দাবি করে এসেছে।