গাজায় এখনো শিশুখাদ্য ঢুকতে দিচ্ছে না ইসরায়েল 

প্রকাশ | ০৫ জুলাই ২০২৫, ১৭:০০

আন্তর্জাতিক ডেস্ক
গাজায় ক্ষুধার্ত শিশুর হাহাকার: ছবি সংগৃহীত

গাজার ফিল্ড হাসপাতালগুলোর পরিচালক মারওয়ান আল-হামস আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গাজার স্বাস্থ্যখাত বর্তমানে ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।তিনি বলেন, ‘জ্বালানির চরম ঘাটতির কারণে হাসপাতালগুলোর অবস্থা খুবই করুণ। ইসরায়েল এখনো গাজা উপত্যকায় শিশুখাদ্য প্রবেশ করতে দিচ্ছে না। আমাদের কাছে প্রয়োজনীয় সরঞ্জামের প্রচণ্ড অভাব রয়েছে, ফলে নিহত ও আহত বিপুলসংখ্যক মানুষকে চিকিৎসা দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

 

 

গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধের কারণে শিশুখাদ্যের অভাব চরম পর্যায়ে পৌঁছেছে, যা শিশুদের জীবন ও স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। হাসপাতালগুলো বিদ্যুৎ ও চিকিৎসা সামগ্রীর সংকটে কার্যত অচল হয়ে পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিশেষজ্ঞরা বলছেন, যদি অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়া না হয়, তবে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।